সিনেমা

মহানায়ক স্মরণ

অভিনয় পারদর্শীতায় আজও ভক্তহৃদয়ে অবিনশ্বর মহানায়ক উত্তম কুমার। ২০১২ সাল থেকে প্রতি বছর তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করে রাজ্য সরকার। পাশাপাশি গুণী শিল্পীদের সম্মান জ্ঞাপন করা হয়। চলতি বছর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হল মহানায়ককে। সঙ্গীত পরিবেশন করলেন জোজো, মনোময় ভট্টাচার্য, বিবেক কুমার, নচিকেতা চক্রবর্তী প্রমুখ শিল্পী। বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হলেন অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। নচিকেতা চক্রবর্তী ও রচনা বন্দ্যোপাধ্যায় পেলেন ‘মহানায়ক’ সম্মান। ইন্ডাস্ট্রিতে চার দশকের অবদানের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্মানিত হলেন। ওই মঞ্চ থেকেই কলকাতা চলচ্চিত্র উৎসবের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
অন্যদিকে, রবীন্দ্রসদনে দুঃস্থ শিল্পীদের সাহায্যার্থে বাংলা চলচ্চিত্র প্রসার ও প্রচার সমিতি আয়োজিত ‘মহানায়ক স্মরণ’ অনুষ্ঠানে উত্তমকুমার নামাঙ্কিত জীবনকৃতি কলারত্ন সম্মান পেলেন অভিনেত্রী রত্না ঘোষাল। ‘উত্তমকুমার মৃত্যুহীন’, বলছিলেন প্রবীণ অভিনেত্রী। বস্তুত গত ২৪ জুলাই দিনভর এমনই স্মরণে, শ্রদ্ধায় উদযাপিত হল উত্তমকুমারের ৪৫ তম প্রয়াণবার্ষিকী। ওই অনুষ্ঠানে উত্তমকুমার কলারত্ন জীবনকৃতি সম্মান পেলেন বুদ্ধ গাঙ্গুলি, প্রীতিময় গোস্বামী, শকুন্তলা বড়ুয়া, হরনাথ চক্রবর্তী ও বীরেশ চট্টোপাধ্যায়। এছাড়াও কলারত্ন পুরষ্কার পেলেন চিরঞ্জিত, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, মনামী ঘোষ প্রমুখ। গান শোনালেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, চন্দ্রাবতী রুদ্র দত্তর মতো শিল্পী। অন্যদিকে উত্তম মঞ্চে উত্তমকুমার মেমোরিয়াল কালচারাল কমিটি আয়োজিত উত্তম স্মরণ সন্ধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন লিলি চক্রবর্তী। সম্মানিত লিলি বলেন, ‘উত্তমকুমারের বিকল্প হবে না।’ এছাড়াও সংবর্ধিত হলেন উত্তমকুমার অভিনীত বেশকিছু ছবির দুই প্রোডাকশন অ্যাসিসট্যান্ট রমেশ অধিকারী ও সুকুমার বসু। উত্তমকুমার অভিনীত নানা ছবির কালজয়ী গান শোনালেন সৈকত মিত্র, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তী প্রমুখ। পাশাপাশি শিল্পী সংসদের আয়োজনে নন্দনে উত্তমকুমার চলচ্চিত্র উৎসবের সূচনা করেন মাধবী মুখোপাধ্যায়।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা