খেলা

ফ্রান্সকে দাপটে হারাল ইতালি

প্যারিস: মাত্র ১৩ সেকেন্ডেই গোল! ইতালির জালে বল জড়ালেন ব্র্যাডলি বারকোলা। তখন পার্ক দ্য প্রিন্সেসে ফরাসি সমর্থকদের মুখে একগাল হাসি। তবে তা স্থায়ী হয়নি। দুরন্ত প্রত্যাবর্তনে উয়েফা নেশনস লিগে দিদিয়ের দেশঁর দলকে ৩-১ ব্যবধানে দুরমুশ করল ইতালি। ২০০৮ সালের পর এই প্রথমবার ফ্রান্সের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল আজ্জুরিরা। আর ফরাসি দুর্গে দীর্ঘ ৭০ বছর পর জিতল ইতালি। ১৯৫৪ সালে শেষবার ঘরের মাঠে ইতালির কাছে হেরেছিল ফ্রান্স।
২০২৪ ইউরোতে হতাশাজনক পারফরম্যান্স মেলে ধরে ইতালি। আর সেমি-ফাইনালে ফ্রান্সের দৌড় থামায় স্পেন। স্বাভাবিকভাবেই এই ম্যাচে কিলিয়ান এমবাপেদের ফেভারিট ধরা হচ্ছিল। শুরুটা দুর্দান্তও করে ফরাসি-ব্রিগেড। ১৩ সেকেন্ডে ফ্রান্স ও নেশনস লিগের ইতিহাসে দ্রুততম গোল করে দলকে এগিয়ে দেন বারকোলা (১-০)। তবে পিছিয়ে পড়েও খেই হারায়নি ইতালি। ষষ্ঠ মিনিটেই সমতায় ফিরতে পারত তারা। ফ্রতেসির হেড বারে প্রতিহত হয়। তবে ৩০ মিনিটে কোনও ভুল হয়নি ডিমার্কোর। সতীর্থ টোনালির সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে দুরন্ত আউটস্টেপ ভলিতে জাল কাঁপান ইন্তার মিলানের লেফট উইং ব্যাক (১-১)। ম্যাচের বাকি সময়ে ইতালির কাছে পাত্তা পায়নি ফ্রান্স। রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে তো নিজের ছায়া হয়েই থাকলেন। আতোয়াঁ গ্রিজম্যানকেও তেমন উজ্জ্বল দেখাল না। দ্বিতীয়ার্ধে আরও বিপজ্জনক হয়ে ওঠে স্পালেত্তি-ব্রিগেড। ৫১ মিনিটে অ্যাওয়ে দলকে এগিয়ে দেন ডাভিদে ফ্রাতেসি। রেতেগির সাজানো পাস থেকে দুরন্ত প্লেসমেন্ট জাল কাঁপালেন তরুণ মিডিও (২-১)। আলাদা করে প্রশংসা প্রাপ্য ইতালিয়ান কোচ লুসিয়ানো স্পালোত্তি। ইউরোর ব্যর্থতার পর দলের খোলনলচে বদলে ফেলেছেন তিনি। ছোট ছোট পাস খেলে দ্রুত আক্রমণে উঠে ফ্রান্সকে হতাশায় ডোবালেন পেলেগ্রিনি-ডিমার্কোরা। ৭৪ মিনিটে ফরাসি কফিনে শেষ পেরেকটি পোঁতেন গিয়াকমো রাসপাদোরি। উদোগির বাড়ানো বল বক্সে পেয়ে জাল কাঁপান ২৪ বছর বয়সি ফরোয়ার্ড (৩-১)। 
ফ্রান্স-১             :            ইতালি-৩
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা