বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সিনিয়রদের গুরুত্ব দিচ্ছেন মর্কেল

চেন্নাই: ভালোবাসেন পুরি-সবজি। প্রাতরাশে পছন্দ করেন ধোসাও। পছন্দের তালিকায় রয়েছে মালাই চিকেনের মতো পদ। বহুবার ভারতে আসার ফলে এদেশের খাদ্যের সঙ্গে রীতিমতো পরিচিত মর্নি মর্কেল। খেয়েও থাকেন পরম তৃপ্তিতে। তবে টিম ইন্ডিয়ার বোলিং কোচ হওয়ার পরে সতর্ক তিনি। যখন তখন মশলাদার খাদ্য আর নয়। নিজে যদি স্বাস্থ্যসম্মত খাবার না খান, তবে ক্রিকেটাররা তাঁর কথা শুনবে কেন? মর্কেলের কথায়, ‘কোচ হিসেবে খেলোয়াড়দের সামনে উদাহরণ রাখা আমার দায়িত্ব। তাই নিজেকেও এবার থেকে হেলদি ফুড খেতে হবে।’
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজই হতে চলেছে নতুন ভূমিকায় প্রোটিয়া পেসারের প্রথম চ্যালেঞ্জ। চিপকে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে কাজ শুরুও করে দিয়েছেন তিনি। এর আগে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছিলেন লখনউ সুপার জায়ান্টসে। তাই ভারতের নতুন কোচের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। বরং মর্কেলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো একঝাঁক তারকার উপস্থিতি। তিনি বলেছেন, ‘এতজন সিনিয়রকে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। দলে ওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচ হিসেবে আমাদের কাজ হবে ক্রিকেটারদের পাশে থাকা, সেরা পরামর্শ জোগান দেওয়া।’
কিছুদিনের মধ্যেই ৪০ পূর্ণ হবে মর্কেলের। তিন ফরম্যাট মিলিয়ে ৫৪৪টি আন্তর্জাতিক উইকেটের মালিক বলেছেন, ‘ভারতের ক্রিকেটীয় পরিকাঠামো নিয়ে কথা হবে না। সেটাকে আগলে রেখে আরও ভালো করাই লক্ষ্য।’ টিম ইন্ডিয়ার বোলারদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ায়ও জোর দিচ্ছেন তিনি। মর্কেলের মতে, ‘এই দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে আমি খেলেছি। এছাড়াও আইপিএলের সুবাদে অনেকের সঙ্গেই পরিচিত। এবার ড্রেসিং রুমে থাকা ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা জরুরি। ওদেরকে বোঝা, শক্তি দুর্বলতার ব্যাপারে জানা আমার কাজের মধ্যে পড়ে। আসন্ন সিরিজে ওদের সামনে লক্ষ্য টাঙিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ।’
ভারতীয় ক্রিকেট দলের কাছে যে সমর্থকদের অফুরন্ত প্রত্যাশা, তা অজানা নয় মর্কেলের। কীভাবে সামলাবেন তা? সটান উত্তর, ‘প্রতিভা থাকলেই চলে না। কঠিন পরিস্থিতিতে সেরাটা মেলে ধরাই আসল। খেলোয়াড়রা স্বচ্ছন্দ অনুভব করলে পারফরম্যান্সে তা প্রতিফলিত হবে। আর জয়ের প্রত্যাশা যে প্রতি মুহূর্তে থাকবে তা অজানা নয়। সৌভাগ্যক্রমে খেলোয়াড়ি জীবনে এর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি রয়েছে। সেই অভিজ্ঞতাই ভাগ করে নেব সবার সঙ্গে।’
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা