বিদেশ

নতুন করে প্রেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প! মেলানিয়ার সঙ্গে দূরত্ব বৃদ্ধি নিয়ে জোর জল্পনা

ওয়াশিংটন: সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। হারানো পদ ফিরে পেতে কোমর বেঁধে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যেই নতুন জল্পনা ছড়িয়েছে প্রাক্তন প্রেসিডেন্টকে নিয়ে। গোটাটাই তাঁর দাম্পত্য সম্পর্ককে ঘিরে। শোনা যাচ্ছে, স্ত্রী মেলানিয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে ট্রাম্পের। তাই হাইভোল্টেজ নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে না তাঁর সহধর্মিনীকে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, গত জুলাই মাসে রিপাবলিকানদের ন্যাশনাল কনভোকেশনে ট্রাম্প-জায়া হাজির ছিলেন। কিন্তু, তারপর থেকে দেশজুড়ে একাধিক বড় রাজনৈতিক সভা করেছেন ট্রাম্প। সম্প্রতি প্রেসিডেন্সিয়াল ডিবেটেও অংশ নিয়েছিলেন। কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে এই সব কর্মসূচি বা অনুষ্ঠানগুলির কোনওটিতেই দেখা যায়নি মেলেনিয়াকে। কিন্তু, এর নেপথ্যে কী কারণ রয়েছে? সূত্রের খবর, ৭৮ বছরের ট্রাম্প নতুন করে প্রেমে পড়েছেন। সে বিষয়টি জানাজানি হতেই স্বামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন মেলেনিয়া। কিন্তু, কে এই ট্রাম্পের নয়া বান্ধবী? জানা গিয়েছে, নেপথ্যে নাকি রয়েছেন উগ্র ডানপন্থী নেত্রী লরা লুমার! একবার রিপাবলিকানদের তরফে ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি। সম্প্রতি ৩১ বছরের এই তরুণীর সঙ্গেই নাকি ট্রাম্পের ঘনিষ্ঠতা বেড়েছে। প্রেসিডেন্সিয়াল ডিবেটেও হাজির ছিলেন লুমার। শুধু উপস্থিত থাকাই নয়, ব্যাকস্টেজ ও স্পিন রুমেও নাকি তাঁদের একত্রে দেখা গিয়েছে। 
জল্পনার পরাদ চড়লেও এনিয়ে কোনও পক্ষ মুখ খোলেনি। কে এই লুমার? মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, উগ্র ডানপন্থী মহলে বিশেষ পরিচিতি রয়েছে ট্রাম্পের নতুন বান্ধবীর। মুসলিমদের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু, তাতে তাঁকে দমানো যায়নি। বিতর্কিত মন্তব্য করেই চলেছেন লুমার। এসবের মধ্যে ট্রাম্প ও মেলেনিয়ার দাম্পত্যে ভাঙনের জল্পনার মাঝে তাঁকে নিয়ে জোর চর্চা চলছে। 
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা