বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

পেত্রাতোস আনফিট, নৌফালকে গুরুত্ব না দিয়ে ভুগল মোহন বাগান

দীপেন্দু বিশ্বাস: নৌফাল পি এন নামটা মাথায় গেঁথে রাখুন। কেরালাইট ফুটবলার লম্বা রেসের ঘোড়া। গত মরশুমে গোকুলাম বনাম মহমেডান ম্যাচের প্রতিটা মুহূর্ত চোখের সামনে ভাসছে। আমরা (মহমেডান) জিতলেও নৌফালের ছবির মতো গোল ভোলার নয়। দলবদলে টার্গেট করলেও শেষ মুহূর্তে ওকে ছিনিয়ে নেয় মুম্বই সিটি। শুক্রবার মোহন বাগানের বিরুদ্ধে পিছিয়ে থাকা অবস্থায় নৌফালকে নামিয়ে দেন মরিয়া পিটার ক্র্যাটকি। এই সিদ্ধান্তই ম্যাচের টার্নিং পয়েন্ট। মিনিট কুড়ির স্পেলে অনিরুদ্ধ থাপা, অ্যালড্রেডদের তছনছ করে দেয় তরুণ ফুটবলার। ব্যক্তিগত মত, বিপিন সিং আর ছাংতেকে নিয়ে পরিকল্পনা করলেও নৌফালকে তেমন গুরুত্ব দেয়নি মোহন বাগান। অনেকটা আউট অব সিলেবাস প্রশ্ন আসার মতো বিষয়। ফল হাতেনাতে পেয়েছে মোলিনা-ব্রিগেড। 
প্রথমবার আইএসএল খেলবে মহমেডান স্পোর্টিং। দেশের এক নম্বর টুর্নামেন্টে নামার আগে সবচেয়ে জরুরি হোমওয়ার্ক। ভারতীয় ফুটবলে অন্যতম সেরা দুই দল মোহন বাগান আর মুম্বই সিটি। হাই-ভোল্টেজ ম্যাচ তাই মিস করতে চাইনি। অনেকেই প্রশ্ন করছেন, কেমন খেলল পালতোলা নৌকা?প্রাক্তন ফুটবলার হিসেবে আমার ব্যাখ্যা, মোহন বাগান এখনও শেপে আসেনি। বিশেষ করে অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস একেবারেই আনফিট। গত মরশুমে হাবাস ব্রিগেডের সাফল্যের নেপথ্যে ওর অবদান অনস্বীকার্য। কিন্তু এবার সেই ঝাঁঝ দেখতে পাচ্ছি না। আপফ্রন্টে তিন বিদেশির কম্বিনেশন এখনও জমে ওঠেনি। পাশাপাশি মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারের অভাব রয়েছে। হাবাস জমানায় জনি কাউকো ট্যাঙ্কের মতো চষে ফেলত মাঝমাঠ। তিনি না থাকায় মিডল করিডরে স্পেস তৈরি হচ্ছে। গ্রেগ স্টুয়ার্ট প্লে-মেকার। কোনওমতেই ব্লকার নয়।  আপুইয়া বা অভিষেকের ঘাড়ে পাহাড়প্রমাণ প্রত্যাশার চাপ। আরও দায়িত্ব নিতে হবে ওদের। 
মরশুমের শুরু থেকেই সমালোচনার কেন্দ্রে মোহন বাগানের দুর্বল রক্ষণ। বড় দল বারবার লিড নিয়েও ম্যাচ হাতছাড়া করলে সমর্থকদের হতাশা স্বাভাবিক। হোসে মোলিনা দলের কোচ। এই রোগের টোটকা তাঁকেই বার করতে হবে। ডুরান্ড কাপ ফাইনালে আলবার্তো চোট পেয়ে বেরিয়ে যেতেই কেঁপে যায় রক্ষণ। আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধেও একই চিত্র। বৃষ্টিভেজা মাঠে বারবার একই সমস্যা হলে প্রশ্ন উঠবেই। আলবার্তো কী পুরো ফিট? তা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। তবে মোহন বাগান ওজনদার টিম। একটা জয় পরিস্থিতি পাল্টে দেবে। আমার বিশ্বাস, তারকারা ছন্দে ফিরলে সেই দিন আর বেশি দূরে নয়।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা