বিদেশ

গোপনে বড় হচ্ছে পুতিন ও কাবাইভার দুই পুত্র সন্তান, ফাঁস করল সংবাদমাধ্যম

মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রাক্তন ওলিম্পিক্স জিমন্যাস্ট আলিনা কাবাইভার মধ্যে সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। এবার জানা গেল, পুতিন ও আলিনার দুই সন্তানও রয়েছে। একটি সংবাদমাধ্যম পুতিন ও তাঁর চর্চিত ‘বান্ধবী’র সন্তানদের কথা প্রকাশ্যে এনেছে। তাদের দাবি, পুতিনের ওই দুই পুত্রসন্তান ইভান ও ভ্লাদিমির জুনিয়রের বয়স যথাক্রমে নয় ও পাঁচ। ওই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পুতিনের ওই দুই সন্তান উত্তর-পশ্চিম মস্কোর একটি অত্যন্ত সুরক্ষিত ভবনে সম্পূর্ণ গোপনে বড় হচ্ছে। তারা খুব কম সময়ের জন্যই বাবা-মায়ের সান্নিধ্য পায়। এমনকী দুজনের কোনও সরকারি নথিও নেই। তবে ৭১ বছর বয়সি পুতিন আগেই জানিয়েছিলেন, তিনি দুই কন্যাসন্তানের পিতা। ৩৯ বছরের মারিয়া ও ৩৮ বছরের কাতেরিনাই তাঁর সন্তান। প্রাক্তন স্ত্রী লিউডমিলার সঙ্গে ১৯৮৩ সালে পুতিনের বিয়ে হয়। তাঁদেরই সন্তান মারিয়া ও কাতেরিনা। লিউডমিলার সঙ্গে বিচ্ছেদের আগেই ২০০৮ সাল থেকে কাবাইভার সঙ্গে পুতিন ‘ডেটিং’ শুরু করেন। ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ৪১ বছরের কাবাইভা সুইত্জারল্যান্ডে ইভান ও মস্কোতে ভ্লাদিমির জুনিয়রের জন্ম দেন। বাইরের জগতের সঙ্গে দু’জনের কোনও যোগাযোগ না থাকলেও ওই সুরক্ষিত ভবনের ভিতরেই ইভান ও ভ্লাদিমির জুনিয়রের গান শেখা এবং সাঁতার ও আর্টিস্টিক জিমন্যাস্টিক শেখার ব্যবস্থা করা হয়েছে। ইভান মাঝেমাঝে পুতিনের সঙ্গে হকি খেলে বলেও জানা গিয়েছে। গত বছর একটি রিপোর্টে বলা হয়েছিল, রুশ প্রেসিডেন্ট গোপনে কোটি কোটি টাকা খরচ করে বান্ধবী ও তাঁর সন্তানদের জন্য সম্পত্তি কিনছেন। কাবাইভার জন্য প্রাসাদোপম বাড়ি ও বিশাল পেন্টহাউস কেনার জন্য বেআইনিভাবে কয়েক কোটি টাকা বেআইনি ফান্ডে পাঠানো হয়েছে বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছিল। 
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা