বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বাংলাদেশের মন্দির থেকে চুরি অষ্টধাতুর কালীমূর্তি, স্বর্ণমুকুট 

ঢাকা: বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বা মন্দিরে ভাঙচুর থামার কোনও লক্ষণই নেই। বুধবার চট্টগ্রামের চৌধুরীহাটে মন্দিরে হামলার খবর মিলেছিল। বৃহস্পতিবার রাতে লালমণিরহাটের ঐতিহ্যবাহী কালীমন্দিরে হামলা চালাল মৌলবাদীরা। সেখান থেকে চুরি হয়েছে অষ্টধাতুর প্রতিমা ও সোনার মুকুট সহ বিভিন্ন গয়না। একইসঙ্গে মন্দিরের সিসি ক্যামেরা সহ আরও নানা সামগ্রী চুরি হয়েছে বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। পালানোর আগে মন্দিরের ভিতরে ভাঙচুরও চালায় মৌলবাদীরা। কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার এলাকার ভবতারিণী কালীমন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন মন্দির বলে পরিচিত। শুক্রবার সকালে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণকুমার দাস জানিয়েছেন, প্রায় ১০ লক্ষ টাকার সরঞ্জাম চুরি হয়েছে। পুলিসের দাবি, তদন্ত শুরু হয়েছে।
সিলেটেও মৌলবাদীদের রোষের মুখে পড়েছে হিন্দুমন্দির। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার থেকে সিলেট শহরে ধর্মগুরু মিজানুর রহমান আজহারির অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে শনিবার পর্যন্ত। ওই অনুষ্ঠানের জন্য জোর করে একটি শিবমন্দিরকে ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যার জেরে স্বাভাবিক পূজার্চনায় বাধা পড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ওই মন্দিরটি গোপালটিলা এলাকায় অবস্থিত। সেখান থেকে ওই ধর্মগুরুর অনুষ্ঠানস্থলের দূরত্ব এক কিমি। তা সত্ত্বেও মন্দিরটিকে কেন ঘিরে দেওয়ার প্রয়োজন হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি বলেন, ‘আমি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত। বাংলাদেশের নই। তবে বাইডেন প্রশাসন ও ট্রাম্প—উভয়েই সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে জোর দিয়েছেন।’ গার্সেটি জানান, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে বৈঠক করেন ভারত ও আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যাক সুলিভান। সেই আলোচনার বড় অংশ জুড়েও ছিল বাংলাদেশ। পদ্মাপারের দেশকে সাহায্য করার পাশাপাশি তারা যাতে দ্রুত নির্বাচনে যেতে পারে ও সকলে যাতে সেদেশে নিরাপদে থাকতে পারেন—তা নিয়েও কথা হয় দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে। 
এরই মধ্যে পাবনার ঈশ্বরদীতে এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ইভান কাইটমাজোভ নামে ৪০ বছর বয়সি ওই ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি ওই প্রকল্পের অন্তর্গত গ্রিনসিটিতে বসবাস করতেন। বৃহস্পতিবার বিকেলে সেখানকার ফ্ল্যাটের শৌচাগার থেকে ইভানের দেহ উদ্ধার হয়।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা