বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

হিন্দু নির্যাতন নয়, বেশিরভাগ হামলাই রাজনৈতিক, ফের সাফাই ইউনুস সরকারের

ঢাকা: বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কার্যত ‘ভাঙব, কিন্তু মচকাব না’ নীতি নিল মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। তাদের যুক্তি হিন্দু বা অন্য সংখ্যালঘু বলে নয়, হামলার বেশিটাই হয়েছে রাজনৈতিক কারণে। সোজা কথায়, ইউনুস সরকার বলতে চেয়েছে, হাসিনার দলের সংস্রবের কারণেই এই হামলা।
শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তরফে জানানো হল, এখনও পর্যন্ত সাম্প্রদায়িক হামলার অভিযোগে মোট ১১৫টি মামলা হয়েছে। তাতে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে প্রেস উইংয়ের তরফে দাবি করা হল, শেখ হাসিনার পদত্যাগের পর হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর হামলার প্রায় দেড় হাজার অভিযোগ উঠেছে। সেই হামলার ৯৮ শতাংশেরও বেশি হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। ধর্মীয় কারণে নয়। ৪ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত হামলার ঘটনার তদন্তে পুলিস এমনই তথ্য পেয়েছে। প্রেস উইংয়ের তরফে এক বিবৃতিতে এদিন দাবি করা হয়েছে, দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিসকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচার নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ঢাকার উপর চাপ বাড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সহ একাধিক দেশের রাজনীতিকরা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চাপের মুখেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হল বলে মনে করছে। 
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে, ৪ আগস্টের পর দেশে সংখ্যালঘুদের উপর মোট ১ হাজার ৭৬৯ টি সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিস ওই অভিযোগের তালিকা তৈরি করেছে। এখনও পর্যন্ত ৬২টি মামলা দায়ের হয়েছে। তদন্তের ভিত্তিতে অন্তত ৩৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসের দাবি, অভিযোগগুলির মধ্যে ১ হাজার ২৩৪টি ঘটনাই রাজনৈতিক। মাত্র ২০টি ঘটনা ধর্মীয় কারণে হয়েছে। ১৬১টি অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বা মিথ্যা বলে উল্লেখ করেছে পুলিস। প্রেস উইংয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিষদের তথ্যের বাইরে ৫ আগস্ট থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ১৩৪টি সাম্প্রদায়িক হামলার অভিযোগ পেয়েছে পুলিস। সেগুলির ভিত্তিতে ৫৩টি মামলা দায়ের হয়েছে ও ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো একাধিক দেশকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।  ‘অখণ্ড ভারত সম্মেলন’ নামে ওই অনুষ্ঠানে আসার সম্মতি জানিয়েছে পাকিস্তান। তবে ভারতের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক সম্পর্কের জেরেই ঢাকার এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। যদিও বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ‘আমরা ভবিষ্যতে দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। সহযোগিতা করতে চাই। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে।’
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা