বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ডার্বিতে অটুট সবুজ-মেরুন আধিপত্য, পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই লাল-হলুদের

মোহন বাগান- ১            :          ইস্ট বেঙ্গল- ০
(ম্যাকলারেন)

সঞ্জয় সরকার, গুয়াহাটি: ম্যাচের শেষ বাঁশি বাজতেই রিজার্ভ বেঞ্চ থেকে প্রতিপক্ষ গোলের দিকে এগিয়ে গেলেন তিনি। সান্ত্বনা জানালেন ইস্ট বেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিলকে। তারপর সমর্থকদের অভিনন্দন কুড়োতে দেখা গেল তাঁকে। চোখেমুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। আর সেটাই স্বাভাবিক। সম্প্রতি যে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। শনিবার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মর্যাদার ম্যাচে জাল কাঁপিয়ে নিজেকে প্রমাণ করলেন জেমি ম্যাকলারেন। উল্লেখ্য, আইএসএলের প্রথম ডার্বির স্কোরশিটেও তাঁর নাম রয়েছে। এই জয়ের সুবাদে ১৫ মাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল হোসে মোলিনা ব্রিগেড। তবে পালতোলা নৌকার এগনোর দিনে ফের কাঠগড়ায় রেফারি। ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হল ইস্ট বেঙ্গল। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে এগারোর গেরোতেই আটতে অস্কারের দল।
সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যানের নিরিখে শনিবার অবিসংবাদিত ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল মোহন বাগান। আর দ্বিতীয় মিনিটে ম্যাকলারেনের গোল তাতে শিলমোহর দেয়। নিজেদের অর্ধ থেকে আশিসের বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হিজাজি মাহের। প্রতি ম্যাচেই তাঁর ভুলের খেসারত দিতে হচ্ছে দলকে। হেক্টরকে কাঁধে নিয়েই সেই বল সহজেই জালে জড়ান বাগানের অজি বিশ্বকাপার (১-০)। উল্লেখ্য, আইএসএলের ডার্বিতে এটাই দ্রুততম লক্ষ্যভেদ। 
আনোয়ার আলি না থাকায় এদিন ৩-৪-২-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার। মূলত ডিফেন্স শক্তিশালী করতেই চেনা ছক থেকে বেড়িয়ে আসেন লাল-হলুদ কোচ। তবে তাতেও কোনও লাভ হয়নি। পক্ষান্তরে, হোসে মোলিনা পছন্দের ৪-৪-২ ছকেই দল নামান। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও সমতায় ফিরতে পারত ইস্ট বেঙ্গল। কিন্তু ডেভিডের পাস কাজে লাগাতে ব্যর্থ ক্লেটন। তিনি শট নেওয়ার আগেই বল ক্লিয়ার করেন আলড্রেড। ২২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মনবীরের সামনে। কিন্তু তাঁর পুশ রুখে দেন গিল।  প্রথমার্ধের সংযোজিত সময়ে বক্সে বিষ্ণুর শট প্রথমে আপুইয়ার হাতে লাগে। কিন্তু রেফারি বেঙ্কটেশ অন্ধ ধৃতরাষ্ট্রের মতো দাঁড়িয়ে রইলেন।  আইএসএলে নাম লেখানোর পর রেফারির ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে!  
শুরুতে গোল তুলে নেওয়ায় মোহন বাগান ফুটবলারদের গ্রাস করে আত্মতুষ্টি। লিস্টনের স্বার্থপর ফুটবলের জন্য প্রথমার্ধে ব্যবধান বাড়েনি। সেই তুলনায় ইস্ট বেঙ্গল ফুটবলারদের মধ্যে চেষ্টা থাকলেও মাঝমাঠে খেলা তৈরি করার লোকের অভাব চোখে পড়েছে। দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলা গড়াতে থাকে। এরইমধ্যে ৬৪ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন শৌভিক। তা সত্ত্বেও দুরন্ত লড়াই মেলে ধরে লাল-হলুদ ব্রিগেড।
আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ পেয়েই চাপ বাড়াতে কামিংসের জায়গায় গ্রেগকে নামান মোলিনা। আর হিজাজির জায়গায় নন্দকে এনে অল-আউট ঝাঁপান অস্কার। শেষ ১০ মিনিট মোহন বাগান রক্ষণের নাভিশ্বাস তুলেও কাঙ্ক্ষিত গোল তুলে নিতে ব্যর্থ ক্লেটনরা।
মোহন বাগান: বিশাল, আশিস, আলড্রেড, আলবার্তো, শুভাশিস, আপুইয়া, মনবীর,সাহাল (দীপক), লিস্টন (সুহেল), কামিংস (স্টুয়ার্ট) ও ম্যাকলারেন (পেত্রাতোস)।
ইস্টবেঙ্গল: প্রভসুখন, লালচুংনুঙ্গা, হিজাজি (নন্দ), হেক্টর, নিশু, শৌভিক, বিষ্ণু, জিকসন, ক্লেটন, ডেভিড (মহেশ) ও দিয়ামানতাকোস।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা