বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সুপার কাপ ফাইনালে এল ক্লাসিকো

জেড্ডা: স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে মায়োরকাকে সহজেই হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন জুড বেলিংহ্যাম ও রডরিগো। অপর গোলটি মার্টিং ভালজেন্টের আত্মঘাতী। রবিবার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বার্সেলোনা। সৌদি আরবে এল ক্লাসিকো ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার রাতে জেড্ডার কিং আবদুল্লা স্পোর্টস সিটিতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। দ্বিতীয় মিনিটেই লিড নিতে পারত কার্লো আনসেলোত্তির দল। তবে লুকাস ভাসকুয়েজের শট কোনওক্রমে রুখেন মায়োরকা গোলরক্ষক। সাত মিনিটে এমবাপের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে অজস্র সুযোগ তৈরি করেও আক্রমণভাগের ব্যর্থতা গোল পায়নি রিয়াল। শেষ পর্যন্ত ৬৩ মিনিটে লকগেট ভাঙেন জুড বেলিংহ্যাম। জটলার মধ্যে বলে জাল জড়িয়ে রিয়ালকে এগিয়ে দেন ইংল্যান্ডের তারকা মিডিও (১-০)। গোল খাওয়ার পর মরিয়া মায়োরকাও কয়েকবার রিয়াল রক্ষণে ভয় ধরিয়েছিল। কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ তারা। উল্টে সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে ডিফেন্ডার মার্টিং ভালজেন্টের আত্মঘাতী গোলে ০-২ পিছিয়ে পড়ে মায়োরকা। আর তার তিন মিনিট পর প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ‘বার্থডে বয়’ রডরিগো। ডান দিক থেকে লুকাস ভাসকুয়েজের ঠিকানা লেখা ক্রস থেকে লক্ষ্যভেদ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের (৩-০)। এবার রবিবার ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়াই লক্ষ্য রিয়ালের। কারণ, গত ২৭ অক্টোবর লা লিগায় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ০-৪ লজ্জায় ডুবেছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। কোচ আনসেলোত্তির কথায়, ‘এল ক্লাসিকোতে কেউ এগিয়ে থাকে না। তবে বার্সেলোনার বিরুদ্ধে সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে ছেলেরা।’

রিয়াল মাদ্রিদ-৩     :       মায়োরকা-০
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা