বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আরও বেশি গোলে জিততে পারতাম, আক্ষেপ জেমির

নিজস্ব প্রতিনিধি,গুয়াহাটি: শীতের রাতেও দরদরিয়ে ঘামছেন। ফ্লাডলাইটের আলোয় ঝিলিক দিচ্ছে ট্যাটু। ডার্বির নায়ক জেমি ‘জেম’ ম্যাকলারেন। যুবভারতীর পর গুয়াহাটিতেও ইস্ট বেঙ্গলের জাল কাঁপালেন জেমি। তাঁর মন্তব্য, ‘আরও বেশি গোলে জিততেই পারতাম। তবে দিনের শেষে তিন পয়েন্ট সবচেয়ে বেশি মূল্যবান।’ অজি লিগের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার। অপারেশন ম্যাকলারেন মোহন বাগানের ইতিহাসে অন্যতম সেরা রিক্রুট। গড়পরতা ক্লেটনের সঙ্গে পার্থক্য তো থাকবেই। শনিবার হিজাজির ভুলে বল আসতেই চোরা গতি বাড়ালেন। কোথায় হেক্টর? আশেপাশেই নেই তিনি। শশার মতো ঠান্ডা মাথায় বল জালে জড়ান ম্যাকলারেন। এক ছোবলেই ছবি। এটা বড় স্ট্রাইকারের গুণ। অহেতুক হাত পা ছুড়ে নজর কাড়ার চেষ্টা নেই। ম্যাকলারেন পারফরম্যান্সে বিশ্বাসী। গ্রেগ স্টুয়ার্ট পুরো ফিট হয়ে গেলে বল পেতে অসুবিধা হবে না। 
অন্যদিকে লিগ-শিল্ডের দিকে আরও এক ধাপ পা বাড়িয়ে দিল মোলিনা ব্রিগেড। টেনশনের ম্যাচেও ভাবলেশহীন স্প্যানিশ কোচ। ডার্বি জিতে আবেগে ভাসতে নারাজ তিনি। ঠোঁটে চিলতে হাসি। খেলা শেষে পিঠ চাপড়ে দিলেন কামিংসদের। বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট-‘ইয়ে তো হোনা হি থা।’ বড় দলের বড় কোচ। রিমোট কন্ট্রোল স্প্যানিশ কোচের হাতে। জানেন, এখনও লম্বা পথ বাকি। কঠিন ব্যারিকেড অপেক্ষা করছে। ম্যাচ জিতে তাঁর মন্তব্য, ‘ফুটবলারদের ধন্যবাদ। নিজেদের উজাড় করে দিয়েছে ওরা।’ আন্তোনিও লোপেজ হাবাসের পরিবর্তে মোলিনাকে কোচের দায়িত্ব দেন সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। শোনা যায় গ্রিন সিগন্যাল ছিল স্বয়ং সঞ্জীব গোয়েঙ্কার। দাপুটে হাবাসের জুতোয় পা গলানো সহজ ছিল না। তারকাখচিত দল সামলানো আরও কঠিন। অনায়াসে গ্লাস থেকে জল খাওয়ার ভঙ্গিতে দিনের পর দিন চাপ সামলাচ্ছেন স্টুয়ার্টদের হেডস্যার। চোস্ত ম্যান ম্যানেজমেন্ট ভদ্রলোকের চাবিকাঠি।
অহেতুক গিমিকের বদলে নিঃশব্দ বিপ্লবে বিশ্বাসী। মরশুমের শুরুতে তিন ডিফেন্ডারে দল সাজিয়ে সমস্যায় পড়ছিলেন। ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত বদলাতে দ্বিধা করেননি মোলিনা। ওটাই টার্নিং পয়েন্ট। সোজাসাপ্টা ফুটবল দর্শন। স্ট্র্যাটেজির জন্য ফুটবলার নয়। ফুটবলার বুঝে তাঁর স্ট্র্যাটেজি। মোলিনা বলছেন, ‘ফোকাস ধরে রাখতে হবে। ম্যারাথন লিগে ওঠানামা থাকেই।’ অন্যদিকে, ম্যাচের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন সবুজ-মেরুন সমর্থকরা। সচিব দেবাশিস দত্ত একহাত নিলেন ইস্ট বেঙ্গলকে। তাঁর মন্তব্য, ‘দু’দলের মানের ফারাক স্পষ্ট। ইস্ট বেঙ্গলের উচিত ভালো দল গড়ার দিকে নজর দেওয়া। একটা আনোয়ারকে নিয়ে গিমিক হয়। ম্যাচ জেতা যায় না।’
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা