বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

দ্রুত গোল পেলে জেমিদের রোখা কঠিন হবে: ব্যারেটো
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেনাল্টি স্পটে ব্যারেটো বল বসাতেই সেদিন আগাম উৎসব শুরু হয়েছিল মোহন বাগান গ্যালারিতে। চোখ বুজে ভরসা করা যায়। গোল হবেই। অথচ সবাইকে অবাক করে ব্যারেটোর কিক পোস্ট ঘেঁষে বাইরে যায়। প্রায় দেড় দশক পরেও সেই যন্ত্রণায় বিদ্ধ ব্যারেটো। সাও পাওলো বিমানবন্দরে বসে ব্রাজিলিয়ানের মন্তব্য, ‘এটাই ফুটবল। হিরো থেকে জিরো হতে সময় লাগে না।’ ২০০৯-২০১০ মরশুমে শেষবার গুয়াহাটিতে মুখোমুখি হয় কলকাতার দুই প্রধান। ম্যাচের আগে সেভাবে পাত্তা পায়নি রাইডারের ইস্ট বেঙ্গল। বরং চিডি-ব্যারেটোদের এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ছবিটা পাল্টে যেতে সময় লাগেনি। শনিবার ব্রহ্মপুত্রের তীরে আরও একটা বড় ম্যাচ। এবার কী হবে? ব্যারেটো বলছেন, ‘পারফরম্যান্সের বিচারে কামিংসরাই এগিয়ে। তবু ডার্বি তো। মুহূর্তের ভুল সব সমীকরণ পাল্টে দেয়।’ বড় ম্যাচের পালস হাড়ে হাড়ে জানেন তিনি।
ব্যারেটো আর মোহন বাগান যেন সমার্থক। অবসরের পরেও তাঁর হৃদয় জুড়ে শুধুই সবুজ-মেরুন। মোলিনা ব্রিগেডের ম্যাচ থাকলে ব্যস্ততার মাঝেও মোবাইলে ঘন ঘন নজর রাখেন। পরিসংখ্যান ঠোঁটের ডগায়। ব্রাজিলে বসেও তাঁর মন পড়ে গুয়াহাটিতে। ব্যারেটোর বিশ্লেষণ, ‘মোহন বাগানের গভীরতা প্রচুর। ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচ জেতাতে পারে একাধিক ফুটবলার। দ্রুত গোল পেয়ে গেলে কামিংসদের রোখা কঠিন।’ ইস্ট বেঙ্গল রক্ষণ পোক্ত নয়। আনোয়ার না থাকায় আরও চাপে হিজাজিরা। মোহন বাগানের নয়নের মণির বিশ্বাস, যুদ্ধজয়ের ফর্মুলা মোলিনার পকেটে। বিশেষ করে লিস্টন আর মনবীর যে কোনও রক্ষণের ত্রাস। ব্যারেটোর যুক্তি, ‘ডার্বিতে বাড়তি জ্বলে ওঠে মনবীর। আর রুমালের মতো এক চিলতে জমি পেলেও ফাটল ধরাতে পারে লিস্টন। মোহন বাগানের সম্পদ দুই উইং হাফ।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা