বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

খাবারে বিষ দেওয়া হয়েছিল: জকোভিচ

মেলবোর্ন: বিস্ফোরক অভিযোগ নোভাক জকোভিচের। ২০২২ সালে কোভিড ভ্যাকসিন না নেওয়ার জন্য তাঁকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি। দেশে ফেরত পাঠানো হয়েছিল তড়িঘড়ি। তার আগে বিমানবন্দর সংলগ্ন একটা হোটেলে রাখা হয়েছিল তাঁকে। সেই সময়ই লিড (সীসা) ও মার্কারি (পারদ) তাঁর খাদ্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সার্বিয়ান মহাতারকা। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর অভিযোগ, ‘তখন আমার বিভিন্নরকম শারীরিক সমস্যা দেখা গিয়েছিল। পরে উপলব্ধি করি, মেলবোর্নের সেই হোটেলে আমাকে বিষ দেওয়া হয়েছে। দেশে ফেরার পর টের পাই যে লিড ও মার্কারির মাত্রা শরীরে অত্যন্ত বেশি। আমি যদিও এটা কাউকে কখনও বলিনি।’ তার মানে কি খাবারে বিষ মেশানো ছিল? জকোভিচের উত্তর, ‘সেটাই একমাত্র রাস্তা।’ স্বাভাবিকভাবেই এই মন্তব্য ঝড় তুলেছে।
জোকারের বয়স এখন ৩৭। পড়ছে খেলার ধারও। গত বছর একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি তিনি। তাই মাথাচাড়া দিচ্ছে অবসরের প্রসঙ্গ। জকোভিচের কথায়, ‘কিছুদিন ধরেই বাবা আমাকে অবসর নেওয়ার কথা বলছেন। বিষয়টা নিয়ে তাই ভাবতেই হচ্ছে। কীভাবে টেনিসকে বিদায় জানাব, কবে অবসর নেব তা নিয়ে চিন্তাভাবনা করছি। অবশ্য এখনও সেরাদের হারানোর ক্ষমতা ধরি। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না।’
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা