বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সম্ভবত যশস্বী

নয়াদিল্লি: জাতীয় দলে ফিরতে মরিয়া মহম্মদ সামি। চোট সারিয়ে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়ার আশা পূরণ হয়নি। ফের চোট ভুগিয়েছিল তারকা পেসারকে। এবার তাঁর লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। সুস্থ হয়ে বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা পাবেন কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আসলে সামির ফিটনেস ইস্যু থাকায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে টেস্ট স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর কিছুটা ব্যাকফুটে। দল নির্বাচনে তাঁদের বক্তব্য খুব বেশি গুরুত্ব পাবে বলে মনে হয় না। মূলত বিসিসিআই কর্তাদের নির্দেশেই দল বেছে নেবেন নির্বাচকরা। তাই সামির কামব্যাকের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বুমরাহ পিঠের সমস্যায় ভুগছেন। তিনি খেলতে না পারলে কে সামলাবেন ভারতীয় পেস আক্রমণের দায়িত্ব? এটাও বড় প্রশ্ন। এক্ষেত্রে সিরাজ হতে পারত ভালো বিকল্প। কিন্তু অস্ট্রেলিয়ায় ব্যর্থতার পর নির্বাচকদের আস্থা কমেছে তাঁর উপর। তাই স্কোয়াডে থাকলেও বাড়তি গুরুত্ব পাবেন না তিনি। বাঁ হাতি পেসার অর্শদীপ সিং সুযোগ পেতে পারেন। সঙ্গে অভিজ্ঞ সামিকে জুড়ে দেওয়ার পরিকল্পনা। তেমন না হলে শিকে ছিঁড়তে পারে আভেশ খানের।
সময়টা খারাপ গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই মহতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির জায়গা পেতে সমস্যা হওয়ার কথা নয়। তবে এই টুর্নামেন্ট তাঁদের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কোয়াডে শুভমান গিল থাকবেন আশা করা যায়। কিন্তু টেস্টের পর যশস্বীকে একদিনের ফরম্যাটেও ওপেনার হিসেবে ভাবা হচ্ছে। খুব সম্ভবত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ফরম্যাটে অভিষেক হবে বাঁহাতি ওপেনারের। তবে লোকেশকে নিয়ে রয়েছে ধোঁয়াশা। তিনি নাকি নিজে থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে সরে দাঁড়াতে চেয়েছেন। কিন্তু খেলতে চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই আশা পূর্ণ হবে কিনা বলা কঠিন। উইকেটকিপার হিসেবে ঋষভ প্রথম পছন্দ। ব্যাকআপ হিসেবে উঠে আসছে সঞ্জু স্যামসনের নাম। 
রবীন্দ্র জাদেজাকে নিয়ে সংশয় রয়েছে। তাঁর পরিবর্তে অক্ষর প্যাটেলকে বেছে নেওয়া হতে পারে। আর এক স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও থাকতে পারেন স্কোয়াডে। কুলদীপ যাদবের সঙ্গে বাকি দুই স্পেশালিস্ট স্পিনার হতে পারেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 
অস্ট্রেলিয়া সফরের বিপর্যয় এবং ডব্লুটিসি ফাইনালে উঠতে না পারায় নির্বাচকরা একটা ঝাঁকুনি দিতে চান। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় চমক প্রত্যাশা করা হচ্ছে। নীতীশ রেড্ডি সুযোগ পেতে পারেন। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং, তিলক ভার্মা, শিবম দুবে, রিয়ান পরাগের মতো উঠতি প্রতিভাবান ক্রিকেটারদেরও জোরালো সম্ভাবনা রয়েছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা