বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ বার্সেলোনা-রিয়াল মহারণ

জেড্ডা: স্প্যানিশ সুপার কাপের সফলতম দল বার্সেলোনা। রেকর্ড ১৪বার খেতাব জিতেছে কাতালন ক্লাবটি। তবে ১৩টি শিরোপা জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদও। রবিবার সৌদি আরবের জেড্ডায় ফাইনালে ফের এল ক্লাসিকো। মহারণ জিতে বার্সেলোনাকে কি স্পর্শ করতে পারবে কার্লো আনসেলোত্তির দল? নাকি ব্যবধান বাড়াবে বার্সেলোনা? উত্তর লুকিয়ে সময়ের গর্ভেই। তবে বলাই বাহুল্য, জেড্ডায় রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে।
২০২৪ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ এল ক্লাসিকোতে আবার আনসোলেত্তি-ব্রিগেডকে ৪-০ লজ্জায় ডুবিয়েছে কাতালন ক্লাবটি। তাই রবিবাসরীয় মহারণে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখা মুশকিল। তবে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম বেশ উজ্জ্বল। চলতি মরশুমে ইতিমধ্যেই উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন ভিনিসিয়াস জুনিয়ররা। রবিবার তৃতীয় শিরোপার জন্য মরিয়া তাঁরা। পাশাপাশি লা লিগাতেও টেবিলের মগডালে বসে ‘লস ব্ল্যাঙ্কোস’। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে জয়ী রিয়াল আত্মবিশ্বাসে ফুটছে। ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। নিয়মিত গোল পাচ্ছেন জুড বেলিংহ্যাম ও রডরিগোরা। গতির বিস্ফোরণে উইং দিয়ে আগুন ঝরাতে তৈরি ভিনিসিয়াসও। তবে অসুস্থতার কারণে এল ক্লাসিকোতে অনিশ্চিত লুকা মডরিচ। রিয়াল কোচ আনসেলোত্তির কথায়, ‘এই ম্যাচ বরাবর কঠিন। তার উপর আবার সুপার কাপের ফাইনাল। ছেলেরা উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরার জন্য তৈরি।’
পক্ষান্তরে, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে বার্সা। লা লিগাতেও তিন নম্বরে নেমে গিয়েছে ফ্লিক-ব্রিগেড। তবে নতুন বছরে দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বার্সা। ছন্দে রয়েছেন লামিনে ইয়ামাল। এছাড়া আক্রমণভাগে সেরাটা উজাড় করে দিতে তৈরি রবার্ট লিওয়ানডস্কি, রাফিনারাও। উল্লেখ্য, গত এল ক্লাসিকোতে হাইলাইন ডিফেন্সে বাজিমাত করেছিল বার্সা। কোচ হান্স ফ্লিকের কথায়, ‘প্রতিবার তো একই পরিকল্পনায় জেতা যায় না। এবার আমাদের সতর্ক থাকতে হবে।’
(খেলা শুরু রাত ১২-৩০ মিনিটে।)
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা