বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

সংঘর্ষে জড়াল বিএনপি-জামাত, নিজেদের মধ্যে হাতাহাতি ‘বৈষম্যবিরোধী’ পড়ুয়াদের

ঢাকা ও লাহোর: ভারতের বিরুদ্ধে যখন ক্রমাগত যুদ্ধ জিগির তুলছে ঢাকা, তখন তাদের নিজেদের খেয়োখেয়ি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। সাম্প্রতি একাধিক ইস্যুতে তত্ত্বাবধায়ক সরকার, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলগুলির চূড়ান্ত মতপার্থক্য সামনে এসেছিল। এবার স্কুলের কমিটি গঠন নিয়ে সরাসরি মারপিটে জড়িয়ে পড়ল বিএনপি ও জামাত-ই-ইসলামি। অন্যদিকে, লিফলেট বিলিকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়েছে পড়ুয়াদেরই দুই সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। একের পর এক এমন ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে কি ক্ষমতা দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে?
রবিবার ঝিনাইদহের শৈলকুপায় স্কুল পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনের কথা ছিল। আহ্বায়কের নাম প্রস্তাবকে কেন্দ্র করে মারপিটে জড়ান বিএনপি ও জামাতের কর্মী-সমর্থকরা। এই ঘটনায় জখম হয়েছেন দু’পক্ষের অন্তত ২৫ জন। তিনজনের আঘাত গুরুতর। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে খবর, আহ্বায়ক পদে প্রার্থী ছিলেন জামাত নেতা মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলির মেয়ে নূরজাহান বেগম। বৈঠক চলাকালীন দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর দু’পক্ষের লোকজনই বেরিয়ে এসে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্যদিকে, পিরোজপুরে লিফলেট বিতরণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে-অপরের উদ্দেশে ‘ভুয়ো’ বলে স্লোগান দিতে শুরু করে দু’পক্ষই। সম্প্রতি বৈষম্যবিরোধী নেতা-কর্মীদের একাংশ নাগরিক কমিটি গঠন করেন। ফলে এই দুই সংগঠনের হাতাহাতি ঘিরে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তাতেও তিনজন আহত হয়েছেন। 
অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান প্রীতি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের। এবার পাকিস্তানিদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করল ঢাকা। এতদিন পাকিস্তানের মিশন প্রধানদের ভিসা ইস্যু করার আগে ঢাকার ছাড়পত্র নিতে হত। সেই নিয়ম বাতিল করেছে ইউনুস সরকার। ইসলাবাবাদে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসেন লাহোরে একথা জানিয়েছেন। ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে বিশেষভাবে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। 
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা