বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

স্কুলশিক্ষা পাচ্ছে না ২ কোটির বেশি শিশু! স্বীকারোক্তি খোদ পাক প্রধানমন্ত্রীর

ইসলামাবাদ, ১২ জানুয়ারি: পাকিস্তানের ২ কোটিরও বেশি শিশু ও কিশোর-কিশোরী পড়াশোনার গণ্ডির বাইরে। খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই তথ্য দিয়েছেন। শনিবার ইসলামাদে ‘মুসলিম সম্প্রদায়ে নারীশিক্ষা: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে শাহবাজ বলেন, ‘পাকিস্তানের ৫ থেকে ১৬ বছর বয়সী ২ কোটি ২৮ লাখ শিশু এখনও স্কুলের শিক্ষা থেকে বঞ্চিত। এদের মধ্য আবার মেয়েদের সংখ্যাই বেশি।’
শাহবাজের দাবি, মেয়েদের শিক্ষার সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সব রাজ্যগুলির সঙ্গে কাজ করে চলেছে। পাকিস্তানের অর্থমন্ত্রী  ইসহাক দার-ও দাবি করেছেন,  সরকার শিক্ষা ক্ষেত্রে অনেক সংস্কার করেছে এবং এর জন্য বাজেটও বেশি নির্ধারণ করেছে।
যদিও পাকিস্তানের এই সাধু বুলি কিন্তু তাঁদের পরিসংখ্যান থেকে আলাদা। খোদ পাক প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালেও পাকিস্তানে মোট মহিলা জনসংখ্যার মাত্র ৪৯ শতাংশ নারী শিক্ষার আওতায় এসেছে।
অন্যদিকে, পাকিস্তান ছাড়াও এই অনুষ্ঠানে হাজির ছিল সোমালিয়া, কুর্দিস্তান, মালয়েশিয়া ও মালদ্বীপের প্রতিনিধিরা। এছাড়াও, আমন্ত্রণ ছিল আফগানিস্তানেরও। কিন্তু, কাবুল থেকে কোনও প্রতিনিধি আসেনি। যা নিয়ে বেশ কিছুটা চাপে ইসলামাবাদও। তবে সম্মেলনে অংশ নিয়েছিলেন, নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেন,  ‘পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও খুশি বোধ করছি।’
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে ধনাগম ও বিশেষ কোনও ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা। জ্ঞাতি বা প্রতিবেশীর শত্রুতায় গৃহে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা