দেশ

ভিনেশের নামে কুৎসা ব্রিজভূষণের

চণ্ডীগড় ও গোন্ডা: হরিয়ানা ভোট ঘিরে রাজনীতির ‘দঙ্গল’ শুরু। কুস্তির আখড়ায় বিশ্ব কাঁপানো ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া একদিন আগেই  যোগ দিয়েছেন কংগ্রেসে। ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা আসরে বিজেপি নেতা তথা কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। বিজেপির এই প্রাক্তন এমপির বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করেছিলেন কুস্তিগিররা। শনিবার ব্রিজভূষণের অভিযোগ, ট্রায়ালে ‘জোচ্চুরি’ করে ওলিম্পিক্সে গিয়েছিলেন ভিনেশ। জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। ভগবান সাজা দিয়েছেন। তাই তাঁকে ওলিম্পিক্স থেকে খালি হাতে ফিরতে হয়েছে। ট্রায়াল না দিয়ে এশিয়ার গেমসে গিয়েছিলেন পুনিয়াও। এই দু’জনকে ভোটের টিকিট দিয়ে কংগ্রেস প্রমাণ করে দিল আমার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ও কুস্তিগিরদের প্রতিবাদ বাস্তবে ষড়যন্ত্র। এর নেপথ্যে রয়েছে কংগ্রেস। ব্রিজভূষণের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তাঁকে পাল্টা তুলোধোনা করেন পুনিয়া। ওলিম্পিক্স মেডেলজয়ী এই কুস্তিগিরের তোপ, দেশ সম্পর্কে ব্রিজভূষণ সিংয়ের মানসিকতা আসলে কেমন, তা তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট। ওই মেডেল শুধু ভিনেশের নয়, দেশের ১৪০ কোটি মানুষের (প্রত্যাশা) ছিল। ভিনেশের পদক হাতছাড়া হওয়া নিয়ে উল্লসিত ব্রিজভূষণ। ভিনেশের ওইভাবে পদক হাতছাড়া হওয়ার পর গোটা দেশ মুহ্যমান হয়ে পড়েছিল। কিন্তু সেই সময় বিজেপির আইটি সেল তাঁকে অসম্মান ও উপহাস করতে প্রচারে নেমে পড়ে। ব্রিজভূষণের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হওয়ায় ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামতে হয় হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাদোলিকে। তিনি বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। আমরা খেলোয়াড়দের নিয়ে রাজনীতি করি না।
গত বছর ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে কুস্তিগিরদের আন্দোলনে দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত চলতি বছরের লোকসভা ভোটে ব্রিজভূষণকে প্রার্থী না করে তাঁর পুত্রকে টিকিট দেয় বিজেপি। কুস্তিগিরদের আন্দোলনে প্রথম সারিতে থাকা ভিনেশ ও বজরং কংগ্রেসে যোগ দেওয়ার একদিনের মধ্যেই তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন গেরুয়া শিবিরের এই প্রভাবশালী নেতা। উত্তরপ্রদেশের গোন্ডায় বসে এদিন কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান বলেন, একজন খেলোয়াড় কি একই দিনে দু’টি ওজন ক্যাটিগরিতে ট্রায়াল দিতে পারে? ওজন নেওয়ার পর ট্রায়ালের সেই প্রক্রিয়া কি পাঁচ ঘণ্টা বন্ধ রাখা যায়? আমি ভিনেশ ফোগাটের কাছে এই প্রশ্নগুলির উত্তর চাইছি। আপনি কুস্তিতে জেতেননি। জোচ্চুরি করে ওলিম্পিক্সে গিয়েছিলেন। সেজন্য ভগবান আপনাকে সাজা দিয়েছে। ভিনেশের বিরুদ্ধে এই বিজেপি নেতার এইভাবে ব্যক্তিগত কুৎসার জবাব দিতে আসরে নামেন বজরং পুনিয়া। তাঁর পাল্টা তোপ, ফাইনাল থেকে ভিনেশের ছিটকে যাওয়া নিয়ে যারা উৎসব করছে তারা কি দেশভক্ত? আমরা ছোটবেলা থেকে দেশের জন্য লড়ছি। আমাদের দেশভক্তি শেখানোর সাহস ওদের কীভাবে হয়! ওরা তো মেয়েদের শ্লীলতাহানি করে। 
 ব্রিজভূষণ সিং। ছবি: পিটিআই
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা