অন্দরমহল

চীনেপাড়ার চিকেন

চাইনিজ স্টাইলে চিকেন রাঁধবেন নাকি? ভিন্ন স্বাদের চিকেনের স্টার্টার থেকে মেন কোর্স, সবরকম রেসিপিই থাকছে আপনাদের জন্য। ঘরোয়া পদ্ধতিতে রান্না করুন পদগুলো।
 
বাটার গার্লিক চিকেন
উপকরণ: বোনলেস চিকেন কিউব করে কাটা ২০০ গ্রাম, নুন স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো ১ চামচ, কর্নফ্লাওয়ার ২ চামচ, চিলি ফ্লেক্স ১ চামচ, অরেগ্যানো ১ চামচ, সাদা তেল ২ চামচ, মাখন ৪ চামচ, ময়দা ২ চামচ, রসুন কুচি ৬ চামচ, পার্সলে পাতা কুচি পরিমাণমতো, চিকেন স্টক ২ কাপ।
প্রণালী: একটা পাত্রে চিকেন কিউব নুন, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিন। প্যানে মাখন দিয়ে চিকেন ভেজে নিন। অন্য প্যানে অল্প তেল ও বাটার দিয়ে গরম করুন। তাতে রসুনকুচি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এতে ২ চামচ ময়দা দিন। নাড়তে থাকুন। চিকেন স্টক দিন। ফুটে ঘন হলে চিলি ফ্লেক্স, অরেগ্যানো ছড়িয়ে দিন। ভাজা চিকেনগুলো দিয়ে নাড়ুন। পার্সলে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গার্লিক বাটার চিকেন। 

চাইনিজ ফ্রায়েড চিকেন 
উপকরণ: চিকেনের লেগ পিস ৪টি, ধনে গুঁড়ো ১ চামচ, লঙ্কা গুঁড়ো  চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, নুন স্বাদমতো, হলুদ গুঁড়ো ১ চিমটে, আদা-রসুন বাটা ৪ চামচ, সয়া স্যস ২ চামচ, সুইট চিলি স্যস ২ চামচ, হোয়াইট ভিনিগার  চামচ, টম্যাটো স্যস ১ চামচ, লেবুর রস ১ চামচ, ডিম ১টা, গোলমরিচ গুঁড়ো ১ চামচ, কর্নফ্লাওয়ার ২ চামচ, ময়দা ৩ চামচ, বেকিং সোডা  চামচ, সাদা তেল প্রয়োজন মতো, পেঁয়াজ পাতা অল্প।
প্রণালী: প্রথমে চিকেনের লেগ পিসগুলো ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিন। তাতে একে একে ধনে, জিরে, লঙ্কা, নুন, হলুদ, আদা-রসুন বাটা গোলমরিচ গুঁড়ো, সয়া স্যস, সুইট চিলি স্যস টম্যাটো স্যস, সাদা ভিনিগার মাখিয়ে নিন। খানিকক্ষণ ওইভাবে রেখে দিন। এবার এতে কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং সোডা দিয়ে আরও ভালো করে মেখে রাখুন ৩০ মিনিট। অন্যদিকে তেল গরম করে লেগ পিসগুলো মিডিয়াম আঁচে ভাজুন। ঢিমে আঁচে করবেন না, তাতে চিকেন তেল বেশি শুষে নেবে। দু’পিঠ সোনালি করে ভেজে তুলুন। টিস্যু পেপারের উপর রেখে বাড়তি তেলটা টানিয়ে নিন। পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

চিলি চিকেন
উপকরণ: বোনলেস চিকেন কিউব ২০০ গ্রাম, আদা-রসুন বাটা ২ চামচ, ডিম ১টা, গোলমরিচ,  নুন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ময়দা ২ চামচ, কর্নফ্লাওয়ার ২ চামচ, সাদা তেল প্রয়োজন মতো, শুকনো লঙ্কা ৮টি, রসুন কুচি ২ চামচ, আদা কুচি ২ চামচ, চিলি পেস্ট ২ চামচ, ভিনিগার ২ চামচ, ক্যাপসিকাম ডুমো করে কাটা ১টা, পেঁয়াজ ডুমো করে কাটা ১টা, টম্যাটো স্যস ৩ চামচ, সয়া স্যস ২ চামচ, সুইট চিলি স্যস ২ চামচ, চিনি অল্প, চিকেন স্টক প্রয়োজন মতো, পেঁয়াজ পাতা অল্প।
প্রণালী: একটি বাটিতে চিকেনটা আদা রসুন বাটা, ফেটানো ডিম, গোলমরিচ, নুন, লঙ্কা গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করুন ৩০ মিনিট। অল্প তেল দিন এই মিশ্রণে। তাতে ভাজতে এবং মাখতে সুবিধে হবে। একটি প্যানে তেল গরম করে তাতে চিকেনের টুকরোগুলি ভেজে তুলুন। এবার ওই তেলে শুকনো লঙ্কা বাটা, রসুন কুচি, আদা কুচি দিয়ে নাড়ুন। পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে নেড়ে এতে ভিনিগার, টম্যাটো স্যস, সুইট চিলি স্যস, সয়া স্যস ও অল্প চিনি দিয়ে নাড়ুন। ভাজা চিকেনগুলো দিয়ে হাল্কা হাতে নেড়ে নিন। কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিন। চিকেন স্টক দিন। ফুটে উঠলে ও ঘন হলে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। উপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করুন।

সেচুয়ান চিকেন
উপকরণ: চিকেন কিউব করে কাটা ২০০ গ্রাম, কর্নফ্লাওয়ার ৪ চামচ, ময়দা ৪ চামচ, নুন স্বাদমতো, সাদা তেল প্রয়োজন মতো, গোলমরিচ গুঁড়ো ১ চামচ, রসুন কুচি প্রয়োজন মতো গোলমরিচ গুঁড়ো ১ চামচ, রসুন কুচি ৪ চামচ, শুকনো লঙ্কা ৫টি, পেঁয়াজ কুচি ১ কাপ, সেচুয়ান স্যস ২ টেবিল চামচ, টম্যাটো স্যস ২ চামচ, চিনি অল্প, পেঁয়াজ পাতা অল্প, ভিনিগার ১ চামচ।
প্রণালী: একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, নুন, গোলমরিচ গুঁড়ো জলে গুলে ঘন ব্যাটার তৈরি করুন। এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে ১০ মিনিট ঢাকা দিয়ে  রাখুন। অন্যদিকে কড়াইতে তেল গরম করে তাতে চিকেনের টুকরোগুলো ভেজে আলাদা করে তুলুন। এবার ওই একই তেলে রসুন কুচি, শুকনো লঙ্কা ভেজে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিন। এতে সেচুয়ান স্যস, টম্যাটো স্যস অল্প চিনি দিয়ে নেড়ে ভিনিগার দিন। ভেজে রাখা চিকেন কিউবগুলো দিন। অল্প নাড়াচাড়া করে পেঁয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করুন সেচুয়ান চিকেন।
সুমিতা শূর
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা