ফুটপাথের জনপ্রিয় এই তিনটি পদ এবার বাড়িতেও বানাতে পারেন। বৈকালিক জলখাবারে জমবে ভালো।
ঝালমুড়ি
উপকরণ: মুড়ি ১ বাটি, পেঁয়াজ কুচি, শসা কুচি বাটি, ছোট আলু সেদ্ধ টুকরো করে কাটা ১টা, কাঁচালঙ্কা কুচি স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি সামান্য, চানাচুর, সামান্য, সর্ষের তেল, নুন, চাটমশলা, লাল লঙ্কার আচারের মশলা পরিমাণ অনুযায়ী, পাতিলেবুর রস টা, বাদাম ভাজা ১ মুঠো, সেদ্ধ ছোলা কাপ।
প্রণালী: একটি বড় পাত্রে সমস্ত উপকরণ নিয়ে সর্ষের তেল, নুন, চাটমশলা ও লাল লঙ্কার আচারের মশলা মেশান। সামান্য লেবুর রস দিয়ে মাখাতে হবে। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
ভেলপুরি
উপকরণ: মুড়ি ১ বাটি, ঝুরিভাজা কাপ, আলু সেদ্ধ করে টুকরো করা ১টা, বাদাম ভাজা কাপ, বাটাটা ভাজা কাপ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি পরিমাণ মতো, ধনেপাতা কুচি অল্প, সামান্য তেল, নুন, চাটমশলা, ধনেপাতা ও পুদিনা পাতার
চাটনি আন্দাজ অনুযায়ী, খেজুর ও তেঁতুলের মিঠা চাটনি ৩ টেবিল চামচ, লাল লঙ্কার আচারের মশলা ১ চামচ, সেদ্ধ ছোলা কাপ।
প্রণালী: একটি বড় পাত্রে মুড়ি, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ টুকরো, বাদাম ভাজা, লঙ্কা কুচি, সেদ্ধ ছোলা, ঝুরি ভাজা, তেল, নুন, আচারের মশলা, চাটমশলা, পুদিনা পাতা ও ধনেপাতার চাটনি, খেজুর ও তেঁতুলের মিঠা চাটনি, বাটাটা ভাঙা দিয়ে খুব ভালো করে মেখে নিন। উপর থেকে ঝুরিভাজা ও ধনেপাতা কুচি দিয়ে, গোটা বাটাটা ভাজা দিয়ে পরিবেশন করলে তৈরি ভেলপুরি।
বাটাটা পুরি
উপকরণ: বাটাটা ভাজা ৮/১০টা, আলু সেদ্ধ টুকরো করা ১টা, সেদ্ধ ছোলা কাপ, পেঁয়াজ কুচি টা, বাদাম ভাজা কাপ, টম্যাটো কুচি ১টা, কাঁচালঙ্কা কুচি, পুদিনা পাতা ও ধনেপাতার চাটনি ১ মুঠো, খেজুর তেঁতুলের মিঠে চাটনি ৪ বড় চামচ, টক দই জলজিরা পাউডার ফেটিয়ে নেওয়া কাপ, ঝুরিভাজা কাপ, নুন, চাটমশলা পরিমাণ মতো।
প্রণালী: আলু সেদ্ধ টুকরো করা, সেদ্ধ ছোলা, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি ভালো করে মেখে নিন। একটা বড় প্লেটে ৮/১০ বাটাটা ভাজা সাজিয়ে নিয়ে এই মিশ্রণটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। নুন চাটমশলা ছড়িয়ে দিয়ে উপর দিয়ে জলজিরা দেওয়া টক দই, পুদিনা পাতা ও ধনেপাতার চাটনি, খেজুর ও তেঁতুলের মিঠা চাটনি উপরে দিতে হবে। সব শেষে বেশি করে ঝুরিভাজা দিয়ে পরিবেশন করতে হবে।
সোমা চৌধুরী