বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অন্দরমহল

স্বাদের ষোলোআনা

বিয়েবাড়ি মানেই মাছ, মাংসের নানা পদ। তেমনই দু’টি জমকালো রেসিপি থাকছে আপনাদের জন্য। 

মাছের কালিয়া
উপকরণ: ভেটকি মাছ ২ পিস, ফুলকপি ১টা, আলু ১টা, পেঁয়াজ কুচি ১টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১চা চামচ, টম্যাটো ১টা, টক দই ২ চা চামচ, দারচিনি ১ টুকরো, এলাচ ২টো, তেজপাতা ১টা, কাঁচালঙ্কা ২-৩টে, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদমতো, চিনি খুব সামান্য, সর্ষের তেল পরিমাণ মতো, শাহী গরমমশলা গুঁড়ো  চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।
প্রণালী: ভেটকি মাছ ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিন। ওই তেলে ফুলকপি ও আলু ভেজে নিন। এবার তাতে তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। একটু ভেজে নিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও টম্যাটো কুচি দিন।  নাড়াচাড়া করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে কষিয়ে টকদই দিন। ভালো করে নাড়াচাড়া করে নিন। মশলা থেকে তেল ছাড়লে জল দিন। ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিন ও তিনটে চেরা কাঁচালঙ্কা দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখুন। মাছ নরম হয়ে এলে শাহী গরমমশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন ফুলকপি দিয়ে ভেটকি মাছের কালিয়া। 
মাটন কোর্মা
উপকরণ: মাটন ৮০০ গ্ৰাম, পেঁয়াজ কুচি ৩টে, কাজুবাদাম ৭-৮টা, আমন্ড ৫-৬টা, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, টক দই ১ চামচ, চেরা কাঁচালঙ্কা কয়েকটি, চিনি ১ চামচ, নুন স্বাদমতো, গোটা গরমমশলা, তেল পরিমাণ মতো, শুকনো লঙ্কা ১টা, বেরেস্তা ১ টেবিল চামচ।
প্রণালী: মাংস ধুয়ে টক দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা ও তেল  মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। পেঁয়াজ কুচি, কাজু ও আমন্ড কুচি এক সঙ্গে মিক্সিতে বেটে নিন। কড়াইয়ে তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা, গোটা গরমমশলা দিয়ে মাটন দিন। নাড়াচাড়া করে ঢাকা দিন। পেঁয়াজ বাদামের মিশ্রণ দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিন। ৫ মিনিট অন্তর ঢাকা খুলে  নাড়াচাড়া করে নিন। অনবরত নাড়ুন যাতে তলা না ধরে যায়। ঢাকা খুলে নুন, চিনি ও গরম জল  দিন। মিনিট পাঁচেক ফুটতে দিন। ফুটে উঠলে গ‍্যাস কম করে ঢাকা দিয়ে রাখুন যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হচ্ছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিন। যদি প্রেশারে করেন তাহলে ২ টো সিটি তুলে নিন। এবার তাতে আগে থেকে ঘিয়ে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। খানিকক্ষণ ঢেকে পরিবেশন করুন মাটন কোর্মা।
দেবারতি রায়
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা