অন্দরমহল

ভাজা ইংলিশ ভিংলিশ

ভাজায় একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে বিদেশি রেসিপি বানিয়ে ফেলুন। নাম তার ফ্রিটার্স। বিভিন্ন উপকরণ দিয়ে এই পদটি বানানো যায়। থাকছে কয়েকটি রেসিপি। 

আনারসি রিং ফ্রিটার্স
উপকরণ: আনারসের রিং ৬টি, ময়দা  কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিম ১টি, চিনি ২ টেবিল চামচ, থেঁতো করা গোলমরিচ  চামচ, নুন ১ চিমটে, চিলি ফ্লেকস  চামচ, দুধ  কাপ, বেকিং পাউডার  চামচ, ব্রেড ক্রাম্বস ২ কাপ, সাদা তেল ভাজার জন্য।
প্রণালী: প্রথমে আনারসের রিংগুলিকে ন্যাপকিন দিয়ে মুছে একদম শুকনো করে নিতে হবে। এবার ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার একটি পাত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ডিম ও দুধ ভালোভাবে ফেটিয়ে ময়দার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু ঘন হবে। এবার নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেকস মিশিয়ে ব্যাটারটি ৫ মিনিট রাখতে হবে। ৫ মিনিট পরে একটু ফেটিয়ে নিয়ে এক একটি আনারসের রিং ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে সাদা তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে।
কাবলি ছোলা ফ্রিটার্স
উপকরণ: সেদ্ধ করা কাবলি ছোলা ১+ কাপ, চিকেন ১ কাপ, চিকেন ম্যারিনেশনের জন্য: ভিনিগার ১ চামচ, থেঁতো করা গোলমরিচ  চামচ, গরমমশলা গুঁড়ো  চামচ, আদা-রসুনের পেস্ট ১ চামচ, পেঁয়াজ বাটা ২ চামচ, অন্যান্য উপকরণ: আমচুর পাউডার ১ চামচ, রসুন ১ টেবিল চামচ, পেঁয়াজ ২টি, কাঁচা লঙ্কা ২টি, থেঁতো করা গোলমরিচ ১ চামচ, ভাজা জিরে গুঁড়ো ১ চামচ, গরমমশলা গুঁড়ো  চামচ, ধনেপাতা  কাপ, নুন পরিমাণ মতো, চিনি  চামচ, বাটার ১ চামচ, সাদা তেল ভাজার জন্য। 
প্রণালী: প্রথমে চিকেন ম্যারিনেশনের উপকরণ দিয়ে ম্যারিনেট করে  ঘণ্টা রাখতে হবে। তারপর সাদা তেলে চিকেনগুলো ভেজে তুলে রেখে দিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে চিকেন, সেদ্ধ করা কাবলি ছোলা, কাঁচালঙ্কা ও রসুন একটু দানা দানা পেস্ট বানিয়ে নিতে হবে। এই মিশ্রণে এবার আমচুর ও বাকি সব মশলা, পরিমাণ মতো নুন, চিনি আর ধনেপাতা সহ মিশিয়ে নিন। ইচ্ছেমতো আকারে তা গড়ে নিতে হবে। এবার এগুলি ফ্রিজে আধ ঘণ্টা রেখে দিন। প্যানে সাদা তেল ও বাটার মিশিয়ে হাল্কা ভেজে গরম গরম পরিবেশন করতে হবে।
ডিমের ক্রিস্পি ফ্রিটার্স
উপকরণ: সেদ্ধ ডিম ৩টি, কাঁচা ডিম ১টি, রোস্টেড বেসন  কাপ, কাঁচালঙ্কা কুচি  চামচ, চিলি ফ্লেকস  চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা কুচি  চামচ, রসুন কুচি  চামচ, হলুদ  চামচ, গরমমশলা গুঁড়ো  চামচ, ভাজা জিরে গুঁড়ো  চামচ, আমচুর পাউডার  চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, নুন পরিমাণ মতো, তেল ভাজার জন্য।
প্রণালী: প্রথমে সেদ্ধ করা ডিমের সাদা অংশ আলাদা করে তা কুচিয়ে নিতে হবে। তারপর হলুদ অংশ মসৃণ করে মেখে নিতে হবে। এবার রোস্টেড বেসন, বাকি মশলা ও পরিমাণ মতো নুন ডিমের সাদা অংশের কুচি এবং হলুদ অংশের মাখার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার কাঁচা ডিমটা ফেটিয়ে এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কিছুটা করে মিশ্রণ নিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। ব্যস ডিমের মুচমুচে ফ্রিটার্স তৈরি।
দইয়ের মিষ্টি ফ্রিটার্স
উপকরণ:  দই  কাপ, ডিম ১টি, গুঁড়ো চিনি ৩ টেবিল চামচ, বেকিং পাউডার  চামচ, পাতি লেবুর জেস্ট  চামচ, কমলালেবুর জেস্ট  চামচ, কিশমিশ কুচি  ২ চামচ, ভ্যানিলা এসেন্স ১ চামচ, ময়দা  কাপ+২ টেবিল চামচ, নুন ১ চিমটে, সাদা তেল ভাজার জন্য।
প্রণালী: প্রথমে ময়দা ও বেকিং পাউডার ছাঁকনিতে চেলে নিতে হবে। এবার একটা বাটিতে ডিম ও দই ভালো করে ফেটিয়ে তাতে সামান্য নুন, ২ টেবিল চামচ গুঁড়ো চিনি, দুই ধরনের লেবুর জেস্ট ও কিশমিশ কুচি মিশিয়ে আবারও ভালো করে ফেটাতে হবে। এরপর ময়দার মিশ্রণ মিশিয়ে ১৫ মিনিট রেস্ট-এ রাখতে হবে। এবার প্যান-এ তেল গরম করে ১ চামচ মতো ব্যাটার তেলে ঢেলে দিয়ে মিডিয়াম আঁচে সোনালি রং ধরিয়ে ভেজে তুলে নিতে হবে। বাকি ১ টেবিল চামচ গুঁড়ো চিনি দইয়ের ফিটার্স-এর উপর ছাঁকনি দিয়ে ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
পাপিয়া সান্যাল চৌধুরি
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা