বিনোদন

উঠল কর্মবিরতি

অবশেষে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর কর্মবিরতি উঠল। গত কয়েকদিন ধরেই এই কর্মবিরতির নির্দেশ ঘিরে তোলপাড়া হয়েছিল টলি পাড়া। অবশেষে শুক্রবার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে তিনমাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। গত ২৫ জুলাই, বৃহস্পতিবার বৈঠকে বসেছিল ডিরেক্টর্স গিল্ড। বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত পরিচালকরাই পাশে দাঁড়িয়েছেন রাহুলের। সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, অনিরুদ্ধ রায়চৌধুরী, দেবালয় ভট্টাচার্য, অঞ্জন দত্ত প্রমুখ। রাহুলও ছিলেন বৈঠকে। নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছিল। বৈঠকের পর গিল্ডের তরফে বলা হয়, রাহুলের উপর সাসপেনশন বহাল থাকবে। তবে তিনি পরিচালক বাদে অন্য কোনও দায়িত্বে থাকলে আপত্তি নেই সংগঠনের। শুক্রবার এই সাসপেনশন তুলে নেওয়ার বার্তা দেওয়া হল। বিজ্ঞপ্তি জারি করে লেখা হয়েছে, ‘বৃহস্পতিবার বৈঠকে নতুন তথ্য এবং প্রমাণের ভিত্তিতে আমাদের ধোঁয়াশা পরিষ্কার হয়। আমরা জানতে পেরেছি, প্রযোজক অন্য দেশের। তাই তাঁরা কীভাবে নিজেদের দেশে কাজ করবেন, সেটার বিষয়ে আমাদের কিছু বলার থাকতে পারে না। এই বিষয়ে রাহুল মুখোপাধ্যায়কে আমরা দোষ দিতে পারি না। সব শিল্পীরই নিজস্ব কাজের স্বাধীনতা থাকা উচিত বলেই আমাদের বিশ্বাস। আমাদের সম্মিলিত সিদ্ধান্ত রাহুল আবার পরিচালক হিসেবে ফিরুন। আমরা ওঁর পাশে রয়েছি।’ এদিন পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ভুল পথে চালিত হয়েছিলাম। বিদেশে গিয়ে বিদেশি সংস্থার শ্যুটিং যে কেউ করতে পারেন। তাই আমরা ওঁর উপর থেকে কর্মবিরতি তুলে নিচ্ছি।’ রাহুলের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। শুক্রবার রাতে ফেডারেশনের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে,  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা