বিনোদন

ভালো মেন্টর দরকার: দিব্যজ্যোতি

একটানা ৮০০ এপিসোড। এই অস্থির সময়ে নিশ্চিত ভাবেই এ এক মাইলস্টোন। তা সম্প্রতি স্পর্শ করল স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সময়টা অস্থির। কারণ শুরু হওয়ার দু-তিন মাসের মধ্যে ধারাবাহিক বন্ধ হওয়ার নজির দেখেছে সাম্প্রতিক টেলিভিশন পাড়া। আবার টিআরপি-র হিসেবে ভালো রেজাল্ট করলেও আনুষঙ্গিক নানা কারণে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সেই নিরিখে প্রায় আড়াই বছর ধরে চলছে এই ধারাবাহিক। মুখ্য অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ব্যাখ্যা করলেন, ‘আমরা সত্যিই যখন শুরু করেছিলাম, এতটা ভাবিনি। ‘অনুরাগের ছোঁয়া’ যখন শুরু হয়েছিল, আমি যা ভেবেছিলাম, আমাকে এই ধারাবাহিক তার থেকে অনেক বেশি কিছু দিয়েছে। আমার কোনও আপশোস নেই।’
দীর্ঘদিন ধরে একই চরিত্রে অভিনয়। একই কলাকুশলীদের সঙ্গে প্রত্যেকদিনের শ্যুটিং। একঘেয়ে লাগে না? দিব্যজ্যোতির উত্তর, ‘এটা ঠিকই। প্রত্যেক দিন আমরা একই জায়গায় কাজ করছি। একই প্যাটার্নের সব কিছু হচ্ছে। কিন্তু যখনই একঘেয়ে লেগেছে মনে করেছি আমি যে কাজটা করছি সেটার জন্য এখনই ২০০টা ছেলে দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিন এই জায়গায় আসার জন্য প্রার্থনা করছে। তখন নিজেকে ভাগ্যবান বলে মনে হয়। আর একঘেয়ে লাগে না।’
সাড়ে ছয় বছরের অভিনয় কেরিয়ারে তিনটে মিউজিক ভিডিও ছাড়া শুধুমাত্র টেলিভিশনেই কাজ করেছেন দিব্যজ্যোতি। অন্যান্য প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে পরীক্ষা করার সুযোগ আসেনি। তবে আত্মবিশ্বাসী অভিনেতা বললেন, ‘আমি নিজেকে এখনও নিউকামার বলি। ফলে যে কোনও প্ল্যাটফর্মেই আমার ভালো মেন্টর দরকার। সঠিক গাইডেন্স দরকার। এতদিন ধরে সিনিয়র অভিনেতারা এবং পরিচালকরা সাহায্য করেছেন। সেই ধরনের গাইডেন্স পেলে নিশ্চয়ই টেলিভিশন ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে ভালো কাজ করতে পারব।’
ধারাবাহিকে কাজ করার সুবাদে প্রতিদিন অভিনয় চর্চার মধ্যে থাকতে পারেন দিব্যজ্যোতি। সেটাও তাঁর বড় পাওনা। অভিনেতার কথায়, ‘দেখুন, টেলিভিশনে অবশ্যই কিছু বাউন্ডারি থাকে। সিনেমায় একটা দৃশ্যের ১২টা অ্যাঙ্গেল থেকে শট নেওয়া যায়। কিন্তু টেলিভিশনে সেই সুযোগ নেই। আসলে অত সময় নেই। ফলে একটা শটের মধ্যে অভিনয় বা পারফরম্যান্স দিয়ে কতটা ভালো করা যায়, সে চেষ্টা আমরা অভিনেতারা করি। আবার একই অ্যাঙ্গেল থেকে একটা শট কত অন্যভাবে নেওয়া যায় সে চেষ্টা পরিচালক বা ক্যামেরা পার্সন করছেন। সময়ের সঙ্গে লড়াইটা সকলের। কম সময়ের মধ্যে ভালো প্রোডাক্ট তুলে দেওয়াই টেলিভিশনের চ্যালেঞ্জ।’ 
এই ধারাবাহিক থেকে অত্যন্ত মূল্যবান একটি সম্পর্ক তৈরি হয়েছে দিব্যজ্যোতির। যা তাঁর সঙ্গে থেকে যাবে আজীবন। ‘প্রারব্ধি সিংহ। আমার ভাইয়ের চরিত্রে যে অভিনয় করছে, সে বাস্তবেও আমার ভাই হয়ে গিয়েছে। এখন আমার মায়ের আর এক ছেলে ও’, হেসে বললেন অভিনেতা।
স্বরলিপি ভট্টাচার্য
13d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা