বিনোদন

আমার কাছে জীবন একটা গেম: অমিত

জিও সিনেমার ছবি ‘তিকড়ম’-এ সদ্য দুই সন্তানের বাবার চরিত্রে অভিনয় করেছেন অমিত সিয়াল। জীবনের ছোটখাট নানা অভিজ্ঞতা তাঁকে পরিণত করেছে। একান্ত সাক্ষাৎকারে জানালেন সেসব কথা।

প্রতিভাবান 
‘তিকড়ম’ ছবিতে এক ঝাঁক শিশুশিল্পীর সঙ্গে অভিনয় করেছেন অমিত। শিশুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? অভিনেতা বলেন, ‘আমার ছবির বাচ্চারা খুবই প্রতিভাবান। এটা আমার সৌভাগ্য। কখনও কখনও মনে হয়েছে যে আমার থেকেও ওরা ভালো অভিনেতা।’

ছেলেবেলা
এই সিনেমার সূত্র ধরে উঠে আসে অমিতের ছেলেবেলার কথা। কানপুরে বড় হয়েছেন তিনি। সে সময়ের কথা উঠতেই আনমনা হয়ে অভিনেতা বলেন,‘আমি ছোটবেলায় খুবই ডাকাবুকো ছিলাম। তবে পড়াশোনাতে ভালো ছিলাম। কানপুরে আমি যে স্কুলে পড়তাম, মা সেই স্কুলের লাইব্রেরিয়ান এবং হিন্দির শিক্ষিকা ছিলেন। তাই স্কুলে এবং বাড়িতে মায়ের কড়া অনুশাসনের মধ্যে থাকতে হতো। মায়ের হাতে প্রচুর মার খেয়েছি। তবে মা আমাকে পড়াশোনার বাইরে খেলাধুলা, অভিনয় সহ আরও নানান কিছু করার জন্য প্রেরণা দিতেন। যৌথ পরিবারে আমার বেড়ে ওঠা।’

দেরিতে শুরু 
মুম্বইতে নিজের অভিনয় জীবন অনেকটাই দেরি শুরু করেছেন বলে মনে করেন অমিত। তাঁর কথায়, ‘পেশাদার অভিনেতা হওয়ার সিদ্ধান্ত আমি দেরিতে নিয়েছিলাম। প্রায় ৩০ বছর বয়সে আমি মুম্বইতে এসেছিলাম। তার আগে দিল্লিতে চাকরি করতাম। একসময় অস্ট্রেলিয়ার এক রেস্তরাঁতে আমি বাসন ধোওয়ার কাজও করেছি। সাত মাস পর প্রোমোশন পেয়ে আমি ওয়েটার হয়েছিলাম। আমি তখনও খুশি ছিলাম। কিন্তু দিশেহারা লাগত। সঠিক পথ কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না।’ অভিনয় শুরু করার পর অমিত সিদ্ধান্ত নেন এর শেষ দেখবেন। তিনি বলেন, ‘রণদীপ হুডার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। ও আমাকে তনুজা চন্দ্রার ছবি ‘হোপ অ্যান্ড এ লিটল সুগার’-এর মূল চরিত্রে সুযোগ করে দেয়। মুম্বই আসার মাত্র দশ মাসের মধ্যে আমি সুযোগ পেয়েছিলাম। কিন্তু ছবিটা চার বছর পর মুক্তি পেয়েছিল।’

ডিপ্রেশন ফ্যাশন
জীবনে কখনও কি অবসাদ ঘিরে ধরেছে? প্রথমে চুপ করে থাকলেন অমিত। তারপর বললেন, ‘ডিপ্রেশন এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমার ডিপ্রেশন কখনও হয়নি। তবে অনেক সময় হতাশ হয়েছি। মন খারাপ হয়েছে। আমি মনে করি জীবন একটা ‘গেম’। গেম ভালো ভাবে খেললে জীবনে এগবেন। বেশি পরিকল্পনা করলে বা বুদ্ধি খাটালে জীবনে কিছুই হবে না। জীবনে এখন যা পাই, তাতেই খুশি থাকি। কোনও কিছুর পিছনে দৌড়নো বন্ধ করে দিয়েছি।’

স্মৃতিতে কলকাতা 
কলকাতা মানেই অমিতের মনে হয় বাঙালি খাবার। সেই স্বাদ পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের সৌজন্যে। সেই ঘটনা শেয়ার করে বললেন, ‘কয়েক বছর আগে নাসিরুদ্দিন শাহর সঙ্গে নাটক করতে কলকাতা গিয়েছিলাম। আমাদের শো খুবই প্রশংসিত হয়েছিল। নাসির ভাই আমাদের সবাইকে নিয়ে ডিনার করাতে একটা ঘরোয়া বাঙালি রেস্তোরাঁতে গিয়েছিলেন। বাঙালি খাবার আমার দারুণ প্রিয়। সর্ষে মাছ, পাতুরি, কাটলেট খেতে খুবই ভালোবাসি।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা