বিনোদন

পুরস্কার ফেরালেন শিল্পীরা

আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রবীণ নাট্যকার চন্দন সেন, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং নির্দেশক তথা অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সদ্য অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ‘অনুদান’ সংক্রান্ত মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন চন্দন। ২০১৭ সালে নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা দীনবন্ধু মিত্র পুরস্কার পেয়েছিলেন প্রবীণ নাট্যকার। রাজ্য সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধিকর্তাকে তিনি ইমেল মারফত নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। চন্দন বলেন, ‘আমার এখন ৮০ বছর বয়স। গত ৫২ বছর ধরে আমি ক্রমাগত নাটক লিখে চলেছি। নাটকে মানুষের কথা থাকে। আমার বিশ্বাস থিয়েটারে সেটাই হওয়া উচিত। ফলে রাজনৈতিক বিদ্বেষপুষ্ট কোনও বক্তব্য আমার নেই। অন্য কারা কী বলেছেন, তা আমি পরোয়া করি না। কিন্তু একজন থিয়েটারের মানুষ, যিনি বিধায়ক (কাঞ্চন) হিসেবে বলেছেন, যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁরা তা ফেরত দিয়ে প্রতিবাদ করুন। একথা বলার স্পর্ধা কোথা থেকে পেলেন? আমাকে নির্দিষ্ট করে উনি কিছু বলেননি ঠিকই। কিন্তু আমার মনে হয়েছে একথা তাঁকে দিয়ে বলানো হয়েছে। কারণ তাঁর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি আশা করছি কীভাবে পুরস্কার ফেরত দেব, তা আমাকে জানানো হবে। তৎকালীন ২৫ হাজার টাকা আমাকে দেওয়া হয়েছিল। অনুমতি দিলেই আমি পুরস্কার এবং প্রাপ্ত অর্থ ফেরত দেব।’ 
অন্যদিকে, ২০১৩ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন সুদীপ্তা। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার দপ্তরকে ইমেল মারফৎ তা ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সঙ্গে ফিরিয়ে দিতে চেয়েছেন প্রাপ্ত ২৫ হাজার টাকাও। অভিনেত্রী বলেন, ‘যখন পুরস্কার পেয়েছিলাম, ভেবেছিলাম যোগ্যতা অনুযায়ী দেওয়া হল। তবে পুরস্কার নেওয়ার অর্থ যদি চুপ করে থাকা হয়, তাহলে তাতে আমি রাজি নই। মাননীয় বিধায়ক যখন এই পরিস্থিতিতে রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা জানান, সিদ্ধান্ত তখনই নিয়েছিলাম।’ 
পাশাপাশি চলতি বছরই ‘দায় আমাদেরও’ নাটকের জন্য সেরা নির্দেশক হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার পান বিপ্লব। তিনিও সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিপ্লব বলেন, ‘আর জি কর কাণ্ডে সরকার ও পুলিসের কাজে আমি লজ্জিত। আমার একসময়ের নাটকের বন্ধু, এখনকার বিধায়ক কাঞ্চনের সরকারি পুরস্কার সংক্রান্ত বক্তব্য শোনার পর আমার কাছে এই পুরস্কার বোঝা বলে মনে হচ্ছে।’ তিনি আরও জানান, সরকার পুরস্কারের বিনিময়ে তাঁর কাছে প্রশ্নহীন আনুগত্য চেয়েছিল। সেই চাহিদা এবং প্রাপ্ত পুরস্কার দুটোই প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন। পুরস্কারের সঙ্গে প্রাপ্ত ৩০ হাজার টাকাও অবিলম্বে ফিরিয়ে দিতে চান তিনি।
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা