বিনোদন

খারাপ পারফরম্যান্সের জায়গা নেই: রাধিকা

সদ্য মুক্তি পাওয়া ‘সরফিরা’ ছবিতে ‘রানি’-র চরিত্রে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী রাধিকা মদন। এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা কথা শেয়ার করলেন।

রানির টানে
ছবির নায়ক অক্ষয় কুমার। ‘সরফিরা’য় অভিনয় করতে রাজি হওয়ার সেটাই কি একমাত্র কারণ ছিল? রাধিকার জবাব, ‘না। আমার চরিত্র রানিই ছিল মূল কারণ। চরিত্রের টানেই আমি ছবিটি করতে রাজি হয়েছিলাম। প্রথমে আমি জানতামই না যে, অক্ষয় কুমার এই ছবির নায়ক। রানি আমার জীবনে এক মুঠো তাজা হাওয়া নিয়ে এসেছিল।’ 

স্বপ্নপূরণে মুম্বই
মাত্র ১৮ বছর বয়সে দিল্লির পিতমপুরা থেকে মায়ানগরী মুম্বইতে এসেছিলেন বলে জানান রাধিকা। হাসতে হাসতে তিনি বলেন, ‘এত কম বয়সে মুম্বইয়ের মতো অচেনা এক শহরে নিজের স্বপ্নপূরণের উদ্দেশ্যে এসেছিলাম। আমি তখন অভিনয়ের কিছুই জানতাম না। একটা অডিশন দেওয়ার পর ক্যামেরাকে নিজের বাড়ির মতো মনে হয়েছিল।’ 

ব্যতিক্রমের সন্ধানে 
অভিজ্ঞতায় রাধিকা দেখেছেন, বলিউড ইন্ডাস্ট্রির মানুষ ভালোবাসে অভিনেতাদের বার বার একই খাঁচায় পুরে দিতে চান। তাঁর কথায়, ‘এক ধরনের জীবনে আমি খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাই। একটা চরিত্রে অভিনয় করার পর চেষ্টা করি আবার যেন ওই ধরনের চরিত্রে অভিনয় না করতে হয়। আমি কখনও নিজেকে একটা খাঁচায় আবদ্ধ রাখতে চাই না।’ কোনওভাবেই টাইপ কাস্ট হতে চান না তিনি।

স্ট্রাগল জারি
বলিউডে জায়গা পাওয়া ছিল রাধিকার প্রথম স্ট্রাগল। এবার সেই জায়গা ধরে রাখার স্ট্রাগলে ব্যস্ত তিনি। এ প্রসঙ্গে রাধিকা বলেন, ‘জীবনের প্রতিটা পর্যায়ে নিজেকে প্রমাণের স্ট্রাগল থাকে। পারফরম্যান্স খারাপ করার জায়গা নেই। তাহলে আমাকে খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাই কোনও সুযোগ পেলে আমি সেটা আপ্রাণ ভালো করার চেষ্টা করি।’ 

মনের মতো সঙ্গী
‘সরফিরা’র ‘রানি’ নিজের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে। এ প্রসঙ্গে রাধিকা হেসে বলেন, ‘আমি চাই আমার জীবনসঙ্গী যেন উচ্চাকাঙ্খী হন। আমরা একে অপরকে যেন সম্মান করি। সে যেন সহানুভূতিশীল হয়। সর্বোপরি জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষকে পাশে চাই।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা