দেশ

নিট দুর্নীতির শুরু ঝাড়খণ্ডে, আধপোড়া প্রশ্নপত্রের সূত্রেই সন্ধান পরীক্ষাকেন্দ্রের, জানাল সিবিআই

নয়াদিল্লি: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নফাঁস নিয়ে তোলপাড় গোটা দেশ। ঘটনায় অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের এনডিএ সরকার। ২৩ জুন ঘটনার তদন্তভার হাতে নিয়েছিল সিবিআই। সম্প্রতি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, পরীক্ষার অর্ধেক পুড়ে যাওয়া প্রশ্নপত্র তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। পাটনার একটি হস্টেল থেকে সেগুলি উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরেই যে পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল, তার হদিশ পান তদন্তকারীরা। জানা গিয়েছে, ৫ মে ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে নিটের প্রশ্নপত্র হাতানো হয়েছিল। এদিকে নিটের সংশোধিত মেধাতালিকা প্রকাশের পর টপারদের সংখ্যা ৬১ থেকে কমে ১৭ হয়ে যেতে পারে। প্রসঙ্গত, পদার্থবিদ্যার একটি প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে বিতর্কের সূত্রপাত। সংশ্লিষ্ট প্রশ্নের সঠিক উত্তর বাছাইয়ের জন্য চারটি বিকল্প দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের মধ্যে কয়েকজন দাবি করেছিলেন, এনসিইআরটির একাধিক বই অনুযায়ী দু’টি উত্তর সঠিক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিষয়টি খতিয়ে দেখে আইআইটি দিল্লি। সবকিছু যাচাই করার পর তারা জানায়, শুধুমাত্র একটি উত্তরই সঠিক। অন্যটি নয়। এর জেরে পাঁচ নম্বর করে খোয়ালেন একাধিক পরীক্ষার্থী। যার প্রত্যক্ষ প্রভাব পড়ল সংশোধিত মেধা তালিকায়। এবিষয় এনটিএর এক আধিকারিক বলেন, ‘নম্বর কমার ফলে টপারের সংখ্যা ৬১ থেকে কমে ১৭ হয়ে যাবে।’ শুক্রবার বিকেলে এই সংশোধিত মেধাতালিকা প্রকাশ করে এনটিএ।
নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে এখন পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে সিবিআই জানিয়েছে, ওয়েসিস স্কুলেই এই ঘটনার সূত্রপাত। অর্ধেক পুড়ে যাওয়া প্রশ্নপত্র উদ্ধার করা মাত্র নতুন দিশা পায় তদন্ত। জানা গিয়েছে, অন্যতম মাস্টারমাইন্ড পঙ্কজ কুমার ওরফে আদিত্য ওরফে সাহিল ছাড়া ঘটনায় যুক্ত ছিলেন স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ চারজন। ৫ মে সকালে স্কুলে পৌঁছয় নিটের প্রশ্নপত্রের ট্রাঙ্ক। কন্ট্রোল রুমে রাখা সেই প্রশ্নপত্র পঙ্কজ সহ অন্যান্যদের হাতানোর সুযোগ করে দেন প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে খোলা হয়েছিল ট্রাঙ্ক। এরপর সেই প্রশ্নপত্র পৌঁছে যায় হাজারিবাগের একদল এমবিবিএস পড়ুয়ার হাতে। এই ‘সলভার’দের দল প্রশ্নের উত্তর তৈরি করে। এরপর যেসব পরীক্ষার্থী টাকা দিয়েছিল তাদের হাতে সেই উত্তর তুলে দেওয়া হয়। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা