দেশ

আত্মরক্ষার ক্লাসেই যৌন হেনস্তার শিকার নাবালিকা, দিল্লিতে গ্রেপ্তার শিক্ষক

নয়াদিল্লি: আত্মরক্ষার ক্লাসেই নাবালিকাকে যৌন হেনস্তা! সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে দিল্লির সরকারি স্কুলের শারীর শিক্ষার শিক্ষককে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার সুলতানপুরী এলাকায় এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে ১১ বছরের ওই নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা স্কুলের সামনে বিক্ষোভও দেখান। তাঁদের অভিযোগ, নাবালিকাকে হেনস্তার পরেও স্কুল কর্তৃপক্ষ চুপ করে ছিল। পুলিসে ডেপুটি কমিশনার (আউটার) জিমি চিরাম জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ওই স্কুলের স্থায়ী শিক্ষক নন। একটি এনজিও ওই স্কুলের সঙ্গে যুক্ত। ওই এনজিও’র মাধ্যমেই অভিযুক্ত বিনামুল্যে ক্লাস করাতেন। 
নাবালিকার পরিবারের অভিযোগ, অন্য পড়ুয়াদের সঙ্গে ওই ছাত্রীও শুক্রবার আত্মরক্ষার ক্লাসে যোগ দিয়েছিল। ক্লাসের পর অন্য সহপাঠীরা বেরিয়ে গেলেও ওই নাবালিকা জুতোর ফিতে বাঁধছিল। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত শিক্ষক পিছন থেকে নাবালিকার শরীরের বিভিন্ন জায়গা স্পর্শ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য নাবালিকাকে হুমকিও দেন ওই শিক্ষক। নাবালিকা সঙ্গে সঙ্গে ওই স্কুলেরই কর্মী তার এক আত্মীয়কে বিষয়টি জানায়। ওই আত্মীয় প্রিন্সিপাল ও নাবালিকার বাবা-মাকে ঘটনার কথা জানান। নাবালিকার পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ হেনস্তার কথা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সব কিছু জানার পরেও প্রিন্সিপাল কোনও ব্যবস্থা নেননি। অন্য শিক্ষকরাও কোনও পদক্ষেপ নেননি বলে অভিযোগ নাবালিকার এক আত্মীয়ের। পুলিস জানিয়েছে, ধৃত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইন সহ ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দিল্লি সরকারের তরফেও ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার জানিয়েছে।
28d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা