দেশ

বিজেপির পর এবার কংগ্রেসেও প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ

চণ্ডীগড়: ভোটমুখী হরিয়ানায় দলীয় বিদ্রোহে জেরবার বিজেপি। বুধবার ৯০ আসনের মধ্যে ৬৭ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। তারপর থেকে দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন হরিয়ানা সরকারের দুই মন্ত্রী। তালিকায় রয়েছেন মহিলা মোর্চার দুই নেত্রী, প্রাক্তন দুই মন্ত্রীও। নবতম সংযোজন বিজেপির সিনিয়র নেতা তথা প্রাক্তন মন্ত্রী বচনসিং আর্য। গেরুয়া শিবিরের পর দলের অন্দরে অসন্তোষ এবার কংগ্রেসকেও তাড়া করতে শুরু করেছে। শুক্রবার ৩২ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে হাত শিবির। তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, সদ্য কংগ্রেস শিবিরে যোগ দেওয়া ভিনেশ ফোগাট ও প্রদেশ সভাপতি উদয় বাইনের নাম রয়েছে। এরমধ্যে জুন আসনে টিকিট না পেয়ে বিদ্রোহী হয়েছেন দলের স্থানীয় নেতা রাজেশ। শনিবার সমর্থকদের সঙ্গে বৈঠকের পর নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন তিনি। রাজেশের অভিযোগ, ‘কংগ্রেসের শীর্ষনেতারা আমার সঙ্গে প্রতারণা করেছেন।’ প্রসঙ্গত, ২০১৯ সালেও দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাজেশ। সেবার হুডার মধ্যস্থতায় তিনি পিছিয়ে আসেন। তবে শুধু রাজেশই নন, নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বরোদা বিধানসভা এলাকার কংগ্রেস নেতা কাপুর সিং নারওয়ালও। তাঁর দাবি, এই আসনে তাঁকে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন হুডা। কিন্তু, ইন্দুরাজ সিং নারওয়ালকে টিকিট দেওয়া হয়েছে। নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে কাপুর সিংয়ের দাবি,  এটা শুধু তাঁর সঙ্গেই নয়, গোটা এলাকার সঙ্গে প্রতারণা । রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে হরিয়ানায় ১০টির মধ্যে পাঁচটি কেন্দ্রেই জয়ী হয়েছিল কংগ্রেস। তারপর বিধানসভা ভোটে বিজেপিকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে হাত শিবির। এরমধ্যে দলের একাংশের বিদ্রোহে সেই উদ্যোগে তাল কেটেছে। তবে তাতে ফলাফলে কোনও প্রভাব পড়বে না বলে আশাবাদী নেতৃত্ব। 
8d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা