অন্দরমহল

রেস্তোরাঁর খবর

আউধ ১৫৯০-তে বিরিয়ানি ফেস্ট
প্রতি বছরের মতো এবছরও মোগলাই রেস্তরাঁ আউধ ১৫৯০-তে শুরু হয়েছে গ্রেট ইন্ডিয়ান বিরিয়ানি ফেস্ট। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে এই ফেস্ট। লখনউ থেকে তামিলনাড়ু, সব রাজ্যের বিরিয়ানিই পাবেন এখানে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আন্ডা রোস্ট বিরিয়ানি, গোমতী মাহি পোলাও, কেরল চিম্মিন বিরিয়ানি, অম্বর বিরিয়ানি, বোহরি বিরিয়ানি, মুর্গ সিন্ধি বিরিয়ানি, গোস্ত সিন্ধি বিরিয়ানি, দিনদুগাল বিরিয়ানি, আত্তেরেচি বিরিয়ানি, আওয়াধি নার্গিসি বিরিয়ানি ইত্যাদি। যাঁরা নিরামিষের মধ্যে বিরিয়ানির স্বাদ খোঁজেন তাঁদের জন্য রয়েছে মুলতানি কাঁঠাল বিরিয়ানি, পনির ভুনা বিরিয়ানি, মাশরুম মোতি বিরিয়ানি ইত্যাদি। বিরিয়ানির দাম মোটামুটি ৩০০ টাকা থেকে শুরু। দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত পাবেন এই পদ। 

তাজ সিটি সেন্টার নিউ টাউন-এ ইতালিয়ান ফুড ফেস্ট
এই রেস্তরাঁয় চলছে ইতালিয়ান ফুড ফেস্ট। মুম্বইয়ের বিখ্যাত রেস্তরাঁ ট্রাট্টোরিয়া থেকে শেফ এসেছেন এই ফেস্টের জন্য। আজ, ২৯ জুন পর্যন্ত চলবে ইতালিয়ান ফুড ফেস্ট। ল্যাম্ব বোলোনিস, মোজারেলা চিজ অ্যান্ড অনিয়ন বোলোংগা, নানারকম কোল্ড কাটস, যেমন হ্যাম, সালামি, সসেজ, চিকেন অ্যান্ড প্রন ট্রাট্টোরিয়া, টম্যাটো অ্যান্ড বেসিল মার্গারিটা পিৎজা, ফোর চিজ (গরগঞ্জোলা, মোজারেলা, গোট চিজ, পারমেসান) কোয়ার্তো ফ্রোমাগি, গার্লিক, হার্ব, পারমেসান চিজ অ্যান্ড অলিভঅয়েল ফোকাসিয়া ইত্যাদি। ফাংগি পাস্তা, লাসানিয়া ল্যাম্ব, স্পিনাচ অ্যান্ড রিকোটা স্টাফড সিলিন্ড্রিকাল পাস্তা, র‌্যাভিওলি উইথ মাশরুম অ্যান্ড সানড্রায়েড টম্যাটো ইত্যাদি। 

ইউয়াচা-এ নারা থাই ফেস্ট
ইউয়াচা কলকাতায় শুরু হয়েছে নারা থাই ফেস্ট। থাই রান্নার পুরনো রেসিপি থাকছে এই ফেস্টে। তার মধ্যে পাবেন চিকেন র‌্যাপড ইন পানডান লিভস, ক্রিসপি ফ্রায়েড বিটল লিফ উইথ স্পাইসি চিলি লাইম ডিপ, ওক টসড ক্রিসপি পমফ্রেট উইথ চিলি অ্যান্ড থাই ব্ল্যাক বিন ইত্যাদি। গতানুগতিক রন্ধন প্রণালীতে রাঁধার জন্য কাফির লাইম লিভস, নারা রেড, গ্রিন কারি পেস্ট ইত্যাদি ব্যবহার করা হয়েছে মেনুতে।  

ভয়লা বিস্ত্রো-তে ম্যাঙ্গো ফেস্ট
দক্ষিণ কলকাতার এই বিস্ত্রোতে চলছে ম্যাঙ্গো ফেস্ট। মেনুতে রয়েছে ডিটক্স ম্যাঙ্গো স্যালাড, স্পাইসি ম্যাঙ্গো চিকেন, গ্রিলড চিকেন উইথ ম্যাঙ্গো সালসা, ম্যাঙ্গো সাগো বাইট, ম্যাঙ্গো ব্রুশেতা, ম্যাঙ্গো টার্ট, ম্যাঙ্গো মুস সহ আরও নানা পদ। দাম ৮০০ টাকা থেকে শুরু। ফেস্ট চলবে ১০ জুলাই পর্যন্ত।

বায়ু রেস্তরাঁ-এ সামার মেনু
বায়ু রেস্তরাঁয় চলছে বিশেষ সামার মেনু। তার মধ্যে পাবেন শরীর ঠান্ডা করার মতো পানীয়। ক্লাসিক মেনুতেই একটু নতুনত্বের ছোঁয়া আনার চেষ্টা করা হয়েছে বলে দাবি করলেন রেস্তরাঁর কর্ণধার। এই মেনুতে পাবেন কাঁচা আম কালি মির্চ পনির টিক্কা, গ্রিলড ফিশ উইথ ম্যাঙ্গো সালসা, ম্যাঙ্গো টেরিয়াকি চিকেন স্কিউয়ার, বেসিল অরেঞ্জ স্নোয়ি স্যান্ডি, ক্র্যানবেরি অরেঞ্জ ফ্রজি ইত্যাদি। 

হার্ড রক কাফে-তে বার্গার ট্যুর
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানারকম বার্গার সহকারে শুরু হয়েছে হার্ড রক কাফের বার্গার ট্যুর। এখানে পাবেন বেঙ্গালুরু (ভারত), বুখারেস্ট (রোমানিয়া), কাঠমান্ডু (নেপাল), পিটসবার্গ (আমেরিকা) ও গ্রামাডো (ব্রাজিল) থেকে নেওয়া নানা স্বাদের বার্গার। বেঙ্গালুরুর বার্গারে আমেরিকান চিজ, স্পাইসি পিকলড মেয়ো, ইত্যাদি ব্যবহৃত হয়েছে। বুখারেস্টের বার্গার তৈরি হয়েছে গার্লিক, হর্সর‌্যাডিশ আইওলি স্যস, ক্যামেমবার্ট চিজ দিয়ে। গ্রামাডো বার্গারে পাবেন গার্লিক আইওলি স্যস, ক্রিসপি মোজারেলা চিজ ফ্রিটার, হুইস্কি বেকন জ্যাম ইত্যাদি। কাঠমান্ডু বার্গার তৈরি করার জন্য সুইট চিলি মেয়ো, প্রভোলন চিজ, ক্যারামেলাইজড অনিয়ন, আভোকাডো, জুকিনি ইত্যাদি ব্যবহার করা হয়েছে। পিটসবার্গ বার্গারে পাবেন স্মোকড বেকন পিকল, বিয়ার চিজ স্যস, আমেরিকান চিজ ইত্যাদি।

হলিডে ইন-এ আমেলিশিয়াস
হোটেল হলিডে ইন কলকাতা এয়ারপোর্টে চলছে আমেলিশিয়াস ফেস্ট। মেনুর প্রতি পদেই আমের ছোঁয়া পাবেন এখানে। তার মধ্যে উল্লেখযোগ্য হল আনোখি কেরি, কাকোরি আম কোপরা, ম্যাঙ্গোরিটা, আম হ্যায় রাহি পেয়ার কে, ম্যাঙ্গো থাই কারিতে রয়েছে ভেজ, চিকেন, ফিশ ও প্রন, র‌্য ম্যাঙ্গো রসমের মধ্যে চিকেন ও ভেজ দু’টি ধরনই পাবেন, কাচ্চা কেরি মুর্গ চম্পারণ, আমটি মুর্গ রোগনি, আম রসমালাই ইত্যাদি। আগামী ৩০ জুন পর্যন্ত এই ফেস্ট চলবে। মেনুর দাম মোটামুটি ৩০০ টাকা থেকে শুরু। 

প্রাইড হোটেল-এ ম্যাঙ্গো ফেস্ট
ফলের রাজা আমের মরশুম চলছে। প্রাইড হোটেলে সেই সুযোগে শুরু হয়েছে আম দিয়ে তৈরি নানারকম পদ। তারমধ্যে পাবেন আম পান্না, র‌্য ম্যাঙ্গো মোহিতো, ম্যাঙ্গো লস্যি, সুইট স্পাইসি ম্যাঙ্গো স্যালাড, ম্যাঙ্গো স্যালাড উইথ স্প্রাউটস, আম কাসুন্দি চিকেন টিক্কা, ম্যাঙ্গো প্রন ককটেল, ভেজি ম্যাঙ্গো স্প্রিং রোল, ম্যাঙ্গো রিকোটা ক্রসিনি, স্লাইসড গ্রিলড চিকেন উইথ ম্যাঙ্গো স্যস, আম চিংড়ি কোর্মা, ম্যাঙ্গো কাস্টার্ড, ম্যাঙ্গো ছানার পায়েস ইত্যাদি। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা