কলকাতা

চোর অপবাদে বাড়ি থেকে তুলে পিটিয়ে খুন শ্যালককে 

সংবাদদাতা, তারকেশ্বর: টাকা চুরির ‘অপবাদ’ দিয়ে শ্যালককে পিটিয়ে খুন।  রাজ্যের একাধিক জায়গায় পরপর গণপিটুনির ঘটনার মধ্যেই তারকেশ্বরের এই নৃশংসতা তুমুল আলোড়ন ফেলেছে। খুনের অভিযোগে ইতিমধ্যেই জামাইবাবু বিকাশ সামন্ত ও ভাগ্নে দেবকান্ত সামন্তকে গ্রেপ্তার করেছে পুলিস। আর যে টাকা চুরির অপবাদে রবিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয় পেশায় গাড়ির চালক বিশ্বজিৎ মান্নাকে (২৩), সেই ৫০ হাজার টাকার পুরোটাই উদ্ধার হয়েছে বিকাশ সামন্তের বাড়ি থেকে। গোটা ঘটনায় রানাবাঁধ এলাকায় তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্তে নেমে পুলিস জেনেছে, চুরির অপবাদ দিয়ে বিকাশ সামন্ত এবং তাঁর ছেলে যখন বিশ্বজিৎকে মারধর করছেন, তখন সেখানেই উপস্থিত ছিলেন তাঁর খুড়তুতো দিদি রেখা সামন্ত। তাঁর দাবি, চুরি করে থাকলে, তা স্বীকার করে নেওয়ার জন্য ভাইকে বলেছিলেন। কিন্তু ভাই স্বীকার করেনি। লোহার পাইপ দিয়ে ভাইকে যখন মারা হচ্ছিল, তখনও তিনি নাকি স্বামী ও ছেলেকে নিরস্ত করার চেষ্টা করেছিলেন। তাঁকে জোর করে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিশ্বজিতের আত্মীয়-পরিজন এবং স্থানীয় মহিলারা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বিয়েবাড়ি গিয়েছিলেন বিকাশ সামন্ত, তাঁর স্ত্রী রেখা এবং ছোট পুত্র দেবকান্ত। বাড়ি ফিরে এসে তাঁরা জানতে পারেন, মুড়ি কারখানার ৫০ হাজার টাকা ক্যাশবাক্স থেকে উধাও। বাড়ির পাঁচিলের পাশে পায়ের ছাপ দেখে সামন্ত পরিবারের সন্দেহ হয়, টাকা চুরি গিয়েছে এবং তা করেছে বিশ্বজিৎ। পুলিসের ওই সূত্রটি জানিয়েছে, এরপর বিকাশ এবং তাঁর ছেলে দেবকান্ত ওই পাড়ারই বাসিন্দা বিশ্বজিৎকে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে গিয়ে মারধর শুরু করেন। মৃত যুবকের মা রুমা মান্নার অভিযোগ, ‘ওত রাতে ছেলেকে ডেকে নিয়ে যাচ্ছে দেখে, আমিও পিছনে পিছনে যাই। বিশ্বজিৎকে বেধড়ক মারধর শুরু করে ওরা। ছেলে চুরি করেনি বলে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য বারবার কাকুতি-মিনতি করেছি। কিন্তু কোনও লাভ হয়নি। বরং অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। তাড়িয়ে দেওয়া হয় আমাকে। পরে খবর পাই ছেলে মারা গিয়েছে।’
পুলিস জানিয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় বিশ্বজিৎকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিসকে বিশ্বজিতের খুড়তুতো দিদি রেখা জানিয়েছেন, ‘মারধরের পর এখানে যখন ভাই পড়েছিল, তখন কোনও জ্ঞান ছিল না। পরে শুনলাম মারা গিয়েছে। এ খবরে খুব কষ্ট হচ্ছে। খোঁজাখুঁজি করে পুলিস বাড়ি থেকেই মুড়ি বিক্রির সেই টাকাটা পেয়েছে।’
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা