কলকাতা

ব্যর্থ পুরসভা, ১১ ফটকের ফুটপাত আবার জবরদখলকারীদেরই কব্জায়

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের বিভিন্ন জায়গায় ফুটপাত থেকে জবরদখলদারীদের সরাতে ফুটপাত দখল করে ব্যবসা করা ব্যক্তিদের তালিকা তৈরি চলছে। উলুবেড়িয়া পুরসভা এলাকাতেও সেই কাজ চলছে। তবে পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ফুলেশ্বরের ১১ ফটকের ফুটপাত থেকে জবরদখলকারীদের সরানোর উদ্যোগ অনেক আগেই নিয়েছিল পুরসভা কর্তৃপক্ষ। সেই মতো ফুলেশ্বর বাসস্ট্যান্ডে মৎস্যবাজারও তৈরি করা হয়েছিল। মৎস্য ব্যবসায়ীদের মধ্যে স্টলও বিতরণ করা হয়েছিল। কয়েকদিন ওই মৎস্যবাজারে ব্যবসায়ীরা বসলেও ফের তাঁরা ফুটপাতেই আগের অবস্থায় ফিরে আসেন। ফলে যথারীতি ১১ ফটকের ফুটপাত আবার জবরদখলকারীদের কব্জায় চলে যায়। উলুবেড়িয়া লকগেট মোড় থেকে ফুলেশ্বর স্টেশন পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, তা দিয়ে রোজ বিভিন্ন যানবাহন যাতায়াত করে। এছাড়া অফিসযাত্রীরাও এই পথ ব্যবহার করেন। এই রাস্তাতেই ১১ ফটকের কাছে অধিকাংশ দিন সকাল, সন্ধ্যায় প্রবল যানজট হয়। বিশেষ করে ফুলেশ্বর বাসস্ট্যান্ডে বাস ঢোকা ও বের হওয়ার সময় যানজট বেশি হয়। মূল কারণ এই এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা। সূত্রের খবর এই সমস্যা সমাধানে ফুলেশ্বর বাসস্ট্যান্ডে মৎস্যবাজার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো জাতীয় মৎস উন্নয়ন পর্ষদ এবং রাজ্য মৎস্য দপ্তরের আর্থিক সহায়তায় ২ কোটি ৪৪ লক্ষ টাকায় ১২ হাজার ৭৫০ স্কোয়ার ফুটের দ্বিতল মৎস্য বাজার তৈরি করা হয়। ২০১৮ সালে ১৩৩টি স্টল নিয়ে তৈরি হওয়া মৎস্য বাজারের উদ্বোধন করেন তৎকালীন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সূত্রের খবর, সেই মৎস্য বাজারের স্টল নেওয়ার জন্য ২ হাজার ৫০০ জন মৎস্য ব্যবসায়ী পুরসভার কাছে আবেদন করেন। ১৩৩ জন ব্যবসায়ীকে স্টলও বিতরণ করে পুরসভা। তবে এরপরেও ব্যবসায়ীরা মৎস্য বাজারে না গিয়ে ১১ ফটকে ফুটপাত জুড়ে ব্যবসা চালাতে থাকেন, বাজার বন্ধ অবস্থাতেই পড়ে থাকে। বছর খানেক আগে ব্যবসায়ীরা কিছুদিনের জন্য মৎস বাজারে বসলেও, ফের তারা ফুটপাতে ব্যবসা শুরু করেন। সাধারণ মানুষের মতে, একশ্রেণির মৎস্য ব্যবসায়ীর অসহযোগিতায় মৎস্য বাজার চালু করা যাচ্ছে না, ফুটপাতও দখলমুক্ত করা যাচ্ছে না। এই প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ফুটপাতে ব্যবসা করা ব্যবসায়ীদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। পরবর্তী সময় সরকারের নির্দেশ মতো পরিকল্পনা নেওয়া হবে। 
বন্ধ ফুলেশ্বর মৎস্য বাজার। -নিজস্ব চিত্র
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা