কলকাতা

গার্ডেনরিচকাণ্ডে ‘ড্যামেজ কন্ট্রোল’ স্বাস্থ্যভবনের,  ছানি অপারেশনের ক্ষেত্রে মানতে হবে ৪৭ দফা নিয়ম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছানি অপারেশনের ক্ষেত্রে মানতে হবে ৪৭ দফা নিয়ম। গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি কাটাতে গিয়ে অসংখ্য রোগীর দৃষ্টি বিভ্রাটের ঘটনা জানাজানি হতে এভাবেই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামল স্বাস্থ্যদপ্তর। রাজ্যজুড়ে জারি করা হল অ্যাডভাইজারি, যা মেনে চলতে হবে প্রত্যেকটি সরকারি হাসপাতালকে। শুক্রবার এ বিষয়ে জরুরি বৈঠক ডাকেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের প্রধান ছাড়াও সেখানে অনলাইন এবং অফলাইনে উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজিস্টরা। জারি করা হয়েছে ক্যাটারাক্ট অপারেশনের আদর্শ নিয়মাবলি বা এসওপি। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তৈরি করা পরিদর্শক দল সরকারি চোখের হাসপাতাল এবং ইউনিটগুলিতে আচমকা পরিদর্শন করবে। জীবাণু সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থা কেমন, কোথায় কী খামতি আছে—সব জানিয়ে ১২ তারিখের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। এদিন গার্ডনরিচ হাসপাতালে ঘটনার তদন্তে পাঠানো হয় সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্সের অধিকর্তা ডাঃ প্রশান্ত বিশ্বাসকে। সূত্রের খবর, চিকিৎসার যন্ত্রপাতি পরীক্ষা করে চিকিৎসকদের আশঙ্কা, এই ঘটনার মূল ‘কালপ্রিট’ হল চিকিৎসা ও অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার অটোক্লেভ মেশিন নিয়ম মেনে না চালানো। চিকিৎসা যন্ত্র জীবাণুমুক্ত করতে যতক্ষণ অটোক্লেভ চালানো উচিত, তা করা হয়নি বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা।    যাঁদের চিকিৎসা বিভ্রাট নিয়ে এত বৈঠক, কেমন আছেন সেই রোগীরা? তাঁরা এখন ভর্তি আছেন মেডিক্যাল কলেজ চত্বরে অবস্থিত রিজিওনাল ইনস্টিটউিট অব অপথ্যালমোলজিতে। ১৮ জন রোগীর মধ্যে ১৫ জনের নতুন করে অপারেশন হয়েছে। কিন্তু ২ জনের চোখের অবস্থা বেশ আশঙ্কাজনক। এক সিনিয়র চক্ষু চিকিৎসক বলেন, ‘অপারেশনের পর অন্তত ২ সপ্তাহ রোগীর দিকে সবিশেষ নজর রাখতে হবে। তারপরই বলা যাবে, এইসব রোগীর চোখের ভবিষ্যৎ কী।’
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা