কলকাতা

নেতাজিনগরে জিমের ছাদ থেকে উদ্ধার জুতো, ঝাঁপ দিয়ে কি আত্মঘাতী যুবক?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিমের ছাদ থেকে তাহলে কি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নেতাজিনগরের সেই যুবক? পুলিসি তদন্তে এই সম্ভাবনাই এখন জোরালো হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, জিমের ছাদ থেকে মিলেছে মৃত হর্ষ চৌধুরীর একজোড়া জুতো। যা থেকে পুলিসের অনুমান, সম্ভবত জিমের ছাদে উঠে ঝাঁপ দেওয়ার আগে জুতো খুলে রেখেছিলেন তিনি। ঘটনাস্থল থেকে বা নেতাজিনগরে হর্ষের বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। এ বিষয়ে নিশ্চিত হতে পুলিস এই তল্লাটের সিসি ক্যামেরার ফুটেজের খোঁজ করছে। যা হাতে পেলেই এই মৃত্যু রহস্যের কিনারা হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে নেতাজিনগর থানার পুলিস অনুমান করেছিল, অজানা কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হর্ষের। উল্লেখ্য, নেতাজিনগর হাইস্কুল এলাকার বাসিন্দা বছর ঊনিশের হর্ষ চৌধুরী বৃহস্পতিবার সকাল সওয়া ৭টা নাগাদ জিম করতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ১৫ মিনিট বাদে প্রাতঃভ্রমণে বেরিয়ে এন এস সি বোস রোডে জিমের সামনে হর্ষকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর মা। তাঁর হাত-পা এবং কপালে একাধিক আঘাতের চিহ্ন ছিল। প্রথমে স্থানীয় লোকজন তাঁকে এক নার্সিংহোম এবং পরে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চিকিৎসক ইঙ্গিত দিয়েছেন, আর যাই হোক খুন হননি হর্ষ। দুর্ঘটনাজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। তবে কী ধরনের দুর্ঘটনা, তা বিশদে জানানো হয়নি। এদিকে, হর্ষের পরিবার পুলিসকে জানিয়েছে, হর্ষ মানসিক অবসাদে ভুগছিলেন। এরজন্য তাঁর চিকিৎসাও চলছিল। তাহলে কি সেই কারণেই জিমের ছাদে উঠে ঝাঁপ দিলেন হর্ষ? এনিয়ে প্রতিক্রিয়া জানতে কলকাতা পুলিসের ডিসি (এসএসডি) বিদিশা কলিতাকে মেসেজ পাঠানো হলেও উত্তর মেলেনি।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা