বিদেশ

সব মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার ডাক খামেনেইয়ের, গুঁড়িয়ে দেব ইজরায়েলকে: ইরান

নয়াদিল্লি: ‘আর কিছুদিন পর ইজরায়েলের অস্তিত্বই থাকবে না।’ ক্ষেপণাস্ত্র হামলার পরই তেল আভিভকে চরম হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রায় পাঁচ বছর পর, শুক্রবার তিনি অংশ নিলেন প্রকাশ্য প্রার্থনাসভায়। আর সেই সভা থেকেই হুমকি দিলেন, ইজরায়েলকে গুঁড়িয়ে দেবে ইরান। তাঁর আরও বক্তব্য, ‘ইহুদিদের শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তাদের কোনও শিকড়ই নেই। সব কিছুই ভুয়ো, অস্থায়ী। শুধুমাত্র আমেরিকার সমর্থনে টিকে রয়েছে। ইহুদি আর মার্কিনরা যে দিবাস্বপ্ন দেখছে, তাতে কোনও সন্দেহ নেই।’ ইজরায়েলকে হাতিয়ার করে আমেরিকা মধ্যপ্রাচ্যের জমি ও সম্পদ লুট করতে চাইছে বলেও দাবি করেছেন খামেনেই। 
জুম্মাবারে ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদে প্রার্থনায় অংশ নেন খামেনেই। হাতে রাইফেল নিয়ে কয়েক হাজার মানুষের সামনে তিনি হাজির হন। সেখানেই ইজরায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম রাষ্ট্রকে একজোট হওয়ার ডাক দেন তিনি। তাঁর দাবি, ইরানের যারা শত্রু, তারাই প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, মিশর, ইয়েমেন ও ইরাকের শত্রু। তাই মুসলিম রাষ্ট্রগুলিকে একসঙ্গে কোমর বেঁধে লড়াই করতে হবে। হামাস ও হিজবুল্লার প্রধান সহ একাধিক নেতাকে হত্যা করেছে ইজরায়েল। তাদের পরবর্তী ‘টার্গেট’ খামেনেই, এমনই জল্পনা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে পাল্টা বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকেই নিশানা করেছেন খামেনেই। সাফ বলেছেন, ‘আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা ও লেবানন, আমাদের একজনই শত্রু—ইজরায়েল। যদি তারা একটি দেশে বিভাজনের বীজ বুনতে পারে, তাহলে তারা জয়ী হবে। আর একটি দেশের দখল নিতে পারলেই, তারা অন্য দেশে নজর দেবে।’ প্রকাশ্য সভায় তাঁর হাজির হয়ে বক্তৃতা দেওয়াকে বিশেষ তাত্পর্যপূর্ণ ঘটনা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।
খামেনেই এদিন ঘোষণা করেছেন, ইরান ও তার সহযোগী দেশগুলি কোনওমতেই পিছু হটবে না। কারণ, হামাস বা হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েল কখনও জয়ী হবে না। ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘জনসেবা’ বলেও আখ্যা দিয়েছেন এই ধর্মীয় নেতা। সেকথা উল্লেখের পরই এদিন উল্লাসে ফেটে পড়ে তাঁকে সমর্থন জানিয়েছে মসজিদে উপস্থিত জনতা। দখলদারি রুখতে লেবানন ও প্যালেস্তাইন যে পন্থা নিয়েছে, তাকে বাধা দেওয়ার অধিকার কোনও আন্তর্জাতিক আইনের নেই বলেও জানান খামেনেই। হিজবুল্লার নিহত নেতা হাসান নাসরাল্লারও প্রশংসা তাঁর গলায় শোনা গিয়েছে। সাফ জানিয়েছেন, নাসরাল্লার মৃত্যু বৃথা যাবে না।
ইরানের হুমকির মুখে চুপ করে বসে নেই ইজরায়েলও। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে তারা হামলা চালায়। ইজরায়েলি সেনার মূল লক্ষ্য ছিল হিজবুল্লা নেতা হাশেম সাফিইদ্দিন। নাসরাল্লার মৃত্যুর পর তিনিই হিজবুল্লার পরবর্তী প্রধান হওয়ার দৌড়ে। কিন্তু সেই দায়িত্ব হাতে নেওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইজরায়েলি সেনা। নাসরাল্লার তুতো ভাই হাশেম হিজবুল্লার রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার দায়িত্বে ছিলেন। সংগঠনের জিহাদ কাউন্সিলেরও গুরুত্বপূর্ণ সদস্য। এতদিন তাঁকেই হিজবুল্লার ‘নম্বর টু’ হিসেবে ধরা হতো। ২০১৭ সালে হাশেমকে জঙ্গি তকমা দেয় আমেরিকা। তবে ইজরায়েল এই ‘অপারেশন হাসিম’ সম্পর্কে কোনও মন্তব্য করতে চায়নি।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা