বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

পুজো বাজারের শেষ উইকএন্ড, ঠাকুর দেখা আজ থেকেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: দু’হাত ভর্তি শপিং ব্যাগ। মলের বাইরে দাঁড়িয়ে কোনওরকমে পকেট থেকে স্মার্টফোন বের করলেন এক যুবক। ‘কোথায় যাবি বল’? অ্যাপ ক্যাব বুকিংয়ের আগে বন্ধুদের দিকে ছুটে এল প্রশ্ন। উৎসুক চোখজোড়া কোনও মাল্টিপ্লেক্স বা রেস্তরাঁর নাম জানতে চায় না। অভিব্যক্তি বলেই দিচ্ছে, বন্ধুদের থেকে পুজোর মণ্ডপের উত্তর খুঁজছে সে। উত্তরটা শ্রীভূমি হতে পারে, সুরুচি বা বাগবাজার। শুরুটা যে করতে হবে! আর এখনই। দেবীপক্ষ পড়ে গিয়েছে মানে পুজো শুরু। প্যান্ডেল হপিং, আর তারপর থিমের সামনে দাঁড়িয়ে সেলফি। ক্যাপশনে লেখা হয়ে গেল, ‘উৎসব শুরু’। শুক্রবার পর্যন্ত তাও মণ্ডপ দেখেই মনকে মানিয়ে বুঝিয়ে নিতে হয়েছে। আজ, শনিবার থেকে সেই ‘বাধা’ নেই। বহু পুজোই দর্শকের জন্য ‘ওপেন’ হয়ে যাচ্ছে। সঙ্গে প্রতিমা দর্শনের হাতছানিও।
হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেট—সর্বত্রই শুক্রবার ছিল কেনাকাটার ঢল। হাতে আর সময় কোথায়? আজ আর কাল। পুজোর মুখে শেষ উইকএন্ড! নতুন আনকোরা পোশাক, রেস্তরাঁয় খাওয়া-দাওয়া সেরে ঠাকুর দেখার জনস্রোত তো আজ থেকেই। এবার অবশ্য ডিজিটাল সুবিধাও আছে। কীভাবে? ধরুন শ্রীভূমি যাবেন। যাওয়ার আগে বাড়িতে বসেই দেখে নিতে পারবেন, সেখানে ভিড় কেমন। পুজো দেখতে কত সময় লাগবে, সেটাও পাওয়া যাবে এক ক্লিকে। এই অভিনব উদ্যোগ অবশ্য বিধাননগর পুলিস কমিশনারেটের। পোশাকি নাম ‘পুজো ড্যাশবোর্ড’। শ্রীভূমি সহ বিধাননগরের বহু বিগ বাজেটের পুজোয় লক্ষ লক্ষ মানুষের জনস্রোত নামে। কমিশনারেটের ওয়েবসাইটে গেলেই মুশকিল আসান। মিলবে পুজো গাইডম্যাপও। কোথায় পার্কিং এলাকা রয়েছে, অনলাইনেই দেখা যাবে সেটাও। ঠাকুর দেখতে গিয়ে শিশু নিখোঁজ? মোবাইল হারিয়েছে? সাইবার ক্রাইমের শিকার? তারও অভিযোগ জানানো যাবে অনলাইনে। তাই এই সমস্ত উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘দুর্গাপুজো সুরক্ষা’।
কাউন্টডাউন ছুটছে। পুজোর বাজার নিয়ে ব্যবসায়ী মহলের দোলাচলও এখন কেটে যাওয়ার মুখে। গত কয়েকদিনে হাতিবাগান, নিউমার্কেট, গড়িয়াহাট সহ সর্বত্র পুজো মার্কেটিংয়ের সেই চেনা ভিড়। নিউমার্কেটের ব্যবসায়ী শচীন সিং বলছিলেন, ‘বাজার এখন পুরনো আমেজেই দৌড়চ্ছে’। গড়িয়াহাটের ব্যবসায়ী অমরেশ দাঁ’ও বললেন, ‘প্রথম দিকে বেচাকেনা জমেনি। তবে, গত দু’সপ্তাহ ধরে হাল ফিরেছে’। উদ্বোধন হলেও শহরের সব মণ্ডপে এখনও দর্শনার্থীদের প্রবেশ নেই। তাতে কি উৎসবপ্রিয় বাঙালিকে আটকে রাখা যায়? হোক না মণ্ডপের দরজা বন্ধ। শপিং সেরেই তাঁরা হাজির হয়ে যাচ্ছেন প্যান্ডেলে। গড়িয়াহাটে বাজার করে একডালিয়া এভারগ্রিনে প্রতিমা দর্শনে এসেছিলেন সোনারপুরের নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সঞ্চিতাদেবী। পুজোর সময় শহরের বাইরে থাকবেন। তাই কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে ঠাকুর দেখা। গড়িয়াহাটে বাজার সেরে এদিন অনেককেই কসবা শীতলামন্দির কিংবা রাজডাঙা নবোদয় সঙ্ঘের পুজো মণ্ডপে ঢুঁ মারতে দেখা গেল। হাতে শপিং ব্যাগ। বাবা-মাকে নিয়ে রাজডাঙার পুজো দেখাতে এসেছিলেন শান্তনু সরকার। বললেন, ‘এখন কিছুটা ফাঁকা। তাই ঘুরে নিচ্ছি। এরপর যা ভিড় জমবে, তখন আর মা-বাবার ঠাকুর দেখা হবে না! শনিবার থেকেই শহর বদলে যাবে ভিড়ের ছবিতে।’
3Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীদের কর্মোন্নতি ও নতুন কর্মের সুযোগ লাভের সম্ভাবনা। পেশাদার ডাক্তার, আইনজীবী ও অধ্যাপকদের পক্ষে দিনটি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা