বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন থালাইভা

চেন্নাই, ৪ অক্টোবর: চারদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন থালাইভা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই সুপারস্টার রজনীকান্তকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মতো আজ, শুক্রবার বাড়ি ফিরলেন তিনি। আপাতত অভিনেতাকে কয়েক দিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারপর লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শ্যুটিংয়ে যোগ দিতে পারেন তিনি। গত ৩০ আগস্ট এই ছবির শ্যুটিং চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই রাতেই তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার সুস্থতা এবং বাড়ি ফেরার খবর সামনে আসতেই আনন্দে মেতে উঠেছেন তাঁর অনুরাগীরা। রজনীকান্তর দ্রুত আরোগ্য কামনা করছেন নেটিজেনরা। চলতি মাসের ১০ তারিখ মুক্তি পাচ্ছে রজনীকান্ত অভিনীত ‘ভেট্টাইয়ান’।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সোমবার আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৩ বছরের রজনীকান্ত। তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছিল, অভিনেতার শরীরের কোনও এক অংশের ধমনীতে সামান্য ফোলাভাব লক্ষ্য করা গিয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে জানা যায়, গত ১ অক্টোবর রজনীকান্তের অস্ত্রোপচার করা হতে পারে। এরপর সেদিন সন্ধ্যায় বুলেটিন প্রকাশ করে হাসপাতাল। তাতে জানানো হয়, রজনীকান্তের ধমনীতে একটি ফোলাভাব ছিল। যা অভিনেতার হৃদপিণ্ডের প্রধান রক্তনালীতে সমস্যা সৃষ্টি করছিল। কিন্তু অস্ত্রোপচার ছাড়াই এই চিকিৎসা সম্ভব হয়। ট্রান্সক্যাথেটার পদ্ধতির সাহায্যে চিকিৎসা করা হয় তাঁর। সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট চিকিৎসক থালাইভার চিকিৎসা করেন। পাশাপাশি বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর অনুরাগীদের জানিয়েছিল, রজনীকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী দু'দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা