খেলা

মোহন বাগানকে আমাদের ক্ষমতা বুঝিয়ে দিতে চাই: আলেক্সিস

শিবাজী চক্রবর্তী, কলকাতা: আইএসএলে অভিষেকেই ঝড় তুলেছে মহমেডান স্পোর্টিং। দুরন্ত ফর্মে আর্জেন্তিনার নাম্বার টেন। উইথড্রন স্ট্রাইকার যেন গোটা দলের ব্যান্ডমাস্টার। শনিবার সন্ধ্যায় জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্টদের টেক্কা দিতে মুখিয়ে তিনি। মোহন বাগান ম্যাচের আগে বর্তমানের সামনে খোলামেলা মেজাজে আন্দ্রে চেরনিশভের অন্যতম সেনাপতি আলেক্সিস গোমেজ।
প্রশ্ন: ভারতীয় ফুটবলে সুপার স্যাটারডে। যুবভারতীতে প্রবল প্রতিপক্ষ মোহন বাগান। আপনি কতটা তৈরি?
আলেক্সিস: খুবই রোমাঞ্চিত। মাঠে নামতে তৈরি। এটুকু বলতে পারি, ম্যাচ দারুণ জমবে।
প্রশ্ন: বিপক্ষে কামিংস, স্টুয়ার্ট, ম্যাকলারেনের মতো তারকা রয়েছেন। হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কতটা চাপ অনুভব করছেন?
আলেক্সিস: আমার উপর কোনও চাপ নেই। একেবারে ফুরফুরে। সতীর্থদের কাছে অনুরোধ, নিজেদের উজাড় করে দাও। অহেতুক উদ্বেগের কোনও কারণ দেখছি না।
প্রশ্ন: ‘মিনি ডার্বি’-তে কাদের এগিয়ে রাখবেন?
আলেক্সিস: প্লিজ, মিনি ডার্বির বদলে শুধু ডার্বি বলুন। মোহন বাগান দীর্ঘদিন আইএসএল খেলছে। আমরা সবে শুরু করেছি। তবে আমাদের ক্ষমতা বিপক্ষকে বুঝিয়ে দিতে চাই। ব্যক্তিগত দক্ষতা নয়, মহমেডান স্পোর্টিংয়ের সম্পদ টিম স্পিরিট। 
প্রশ্ন: বিশেষজ্ঞদের ধারণা, মাঝমাঠের উপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। এই প্রসঙ্গে আপনি কী একমত?
আলেক্সিস: ম্যাচ জিততে হলে সবাইকে ছাপিয়ে যেতে হবে। নব্বই মিনিটই মনঃসংযোগ ধরে রাখতে হবে। বিপক্ষে যেই থাকুক, আমি সেরাটা দিতে প্রস্তুত। বল পজেশন বজায় রাখা খুব জরুরি। 
প্রশ্ন: আপনি সমর্থকদের বড় ভরসা। অনুরাগীদের কী বার্তা দেবেন?
আলেক্সিস: মহমেডান সমর্থকরা সত্যিই আলাদা। গ্যালারি থেকে দারুণভাবে উদ্বুদ্ধ করেন ফুটবলারদের। গোটা দল চার্জড থাকে।  অনুরোধ, ইতিবাচক ভাবনা নিয়ে মাঠ ভরান। আমরা লড়তে তৈরি। প্রথম তিন ম্যাচে একটা জয় এসেছে। ভাগ্য সহায় থাকলে আরও পয়েন্ট আসতেই পারতে। 
প্রশ্ন: লাতিন আমেরিকান ফুটবলের জন্য কলকাতার আলাদা আবেগ রয়েছে। তার উপর আপনি মারাদোনা, মেসির দেশের ফুটবলার। শনিবার যুবভারতীতে কি আলেক্সিসের ঝলক দেখা যাবে?
আলেক্সিস: আত্মবিশ্বাসের কমতি নেই। মাঠে নেমে দ্রুত ছন্দ পাওয়া জরুরি। আবারও বলছি, আমরা লড়তে তৈরি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা