খেলা

উইং ব্যাকে বদল আনছেন বিনো জর্জ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে হারের হ্যাটট্রিক। দলের খারাপ সময়ে ফুটবলারদের উৎসাহ দিতে যুবভারতীতে হাজির হাতে গোনা লাল-হলুদ সমর্থক। সাউল ক্রেসপো অনুশীলনে নামতেই তাঁদের চোখ চকচকে। আসলে স্প্যানিশ মিডিও ইস্ট বেঙ্গলের ইঞ্জিন। কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। ফলে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে ক্রেসপোকে পায়নি লাল-হলুদ ব্রিগেড। তিনি না থাকায় মাঝমাঠের ভারসাম্য নষ্ট হয়। বোরহা হেরেরার মুক্তাঞ্চলে দাঁত ফোটাতে পারেননি কেউই। অবশেষে অসুস্থতা কাটিয়ে বুধবার প্র্যাকটিসে নামলেন সাউল। শনিবারের বারবেলায় খালিদ ব্রিগেডের বিরুদ্ধে স্কোয়াডে ফিরছেন ক্রেসপো। তবে স্প্যানিশ মিডিও মাঠে নামলেও অনুপস্থিত দিমিত্রিয়াস দিয়ামানতাকোস। গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাবেন না বিনো জর্জ। গ্রিসের স্ট্রাইকারের পায়ের পেশির চোট নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। 
কঠিন সময়ে ইস্ট বেঙ্গলের দায়িত্ব পেয়েছেন বিনো জর্জ। শক্তিশালী দল গড়েও চলতি আইএসএলে পয়েন্টের খাতা খুলতে ব্যর্থ মশালবাহিনী। পদত্যাগ করেছেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। ইস্পাতনগরীতে তাই বিনোর উপর পাহাড়প্রমাণ চাপ। কেরালাইট কোচের হাতে সময় কম। রক্ষণের ঘাটতি মেটাতে ‘প্যাচওয়ার্ক’ চালাচ্ছেন তিনি। দলের দুর্বলতম জায়গা দুই উইং ব্যাক। অনুশীলনে ইঙ্গিত, দু’টি পজিশনেই বদল আনছেন কেরালাইট কোচ। প্ল্যান ‘এ’-তে লালচুংনুঙ্গা, আনোয়ার, ইউস্তের সঙ্গী হবেন প্রভাত লাকরা। অন্যথায় বিকল্প হীরা মণ্ডল। আসলে গত তিনটি ম্যাচেই সুপার ফ্লপ দুই উইং ব্যাক। বাঁধভাঙা জলের মতো হু হু করে আছড়ে পড়েছে প্রতিপক্ষের আক্রমণ। সেখানেই বাঁধ দিতে চান বিনো। খালিদের দলের ব্যান্ডমাস্টার জাভি হার্নান্ডেজ। মোহন বাগানের প্রাক্তনী বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন। শৌভিককে মার্কার করে জাভিকে রোখার ছক বিনোর মাথায়। এছাড়া সিভেরিও তোরো, জর্ডন মারের মতো হেডার খুবই বিপজ্জনক। সেটপিস মুভের সময় বড় চেহারার স্টিফেন এজে প্রতিপক্ষ বক্সে হানা দেন। এরিয়াল বলে আনোয়ার ও হেক্টরকে সতর্ক থাকতে হবে। 
এদিকে, চলতি সপ্তাহেই নতুন কোচের নাম চূড়ান্ত করতে পারে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। স্প্যানিশ অস্কার ব্রুজোর সঙ্গে লড়াইয়ে রয়েছেন বেঙ্গালুরু এফসির প্রাক্তনী আলবার্তো রোকা। ব্যক্তিগত কারণে পিছিয়ে রয়েছেন ইভান ভুকোমানোভিচ।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের রুক্ষ ব্যবহার ও মতিগতি নিয়ে মানসিক চিন্তা। কাজকর্ম অপেক্ষাকৃত শুভ। বিদ্যায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা