খেলা

ছন্দ ধরে রাখাই লক্ষ্য রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের

লন্ডন: ঘরের মাঠে ডিনামো জাগ্রেবকে ৯-২ গোলে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বুধবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। চলতি মরশুমে প্রিমিয়ার লিগে শুরুটা দারুণ করেছে উনাই এমেরি ব্রিগেড। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে তারা। তাই বায়ার্নের জন্য লড়াইটা সহজ হবে না। তবে অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া জার্মান ক্লাবটি। গত ম্যাচে লেভারকুসেনের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন হ্যারি কেন। তবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে বলেই আশাবাদী কোচ ভিনসেন্ট কোম্পানি। উল্লেখ্য, ডিনামো জাগ্রেবের বিরুদ্ধে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছিলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার। স্বদেশীয় ক্লাবের বিরুদ্ধে সেই গোলের ধারা বজায় রাখাই লক্ষ্য হ্যারি কেনের।
দিনের অপর ম্যাচে লিলের বিরুদ্ধে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার লড়াইয়ে প্রথম ম্যাচে স্টুটগার্টের বিরুদ্ধে ৩-১ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। তবে ফরাসি ক্লাবটির বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই রিয়াল। চোটের কারণে এই অ্যাওয়ে ম্যাচে কিলিয়ান এমবাপেকে পাবে না তারা। আনসেলোত্তি অবশ্য ফরাসি তারকাকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন। ফলে দলের সঙ্গে বুধবার প্যারিসে ফিরছেন এমবাপে।
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে লিভারপুল। এসি মিলানের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল আর্নে স্লটের ছেলেরা। বুধবার ঘরের মাঠে বোলোনার বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য মো সালাহ-গাকপোদের।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা