খেলা

আজ শুরু টি-২০ বিশ্বকাপ, কাল স্মৃতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড

দুবাই: বৃহস্পতিবার বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। পরের দিন, অর্থাৎ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানারা। দশ দলের আসরে ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। নিউজিল্যান্ড ছাড়াও প্রতিপক্ষের তালিকায় আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কা। উপমহাদেশের উইকেটের সুবিধা কাজে লাগিয়ে প্রথমবার খেতাব জিততে মরিয়া টিম ইন্ডিয়া। আর সেই মিশনে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অবশ্যই ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাই এখন থেকেই গ্রুপের শেষ ম্যাচে অজিদের মোকাবিলা নিয়ে ছক কষছে ভারতীয় শিবির। ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার বক্তব্যে সেই বার্তাই স্পষ্ট ধরা পড়ল। পাশাপাশি পাকিস্তান ম্যাচে নিয়েও বিশেষ পরিকল্পনার কথা জানালেন তিনি। বিশ্বকাপ খেলতে দুবাই রওনা হওয়ার আগে ক্যাপ্টেন হরমনপ্রীত বলেছিলেন, এই আসরে অস্ট্রেলিয়াই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। সেই রেশ ধরেই তাঁর ডেপুটি স্মৃতি জানালেন, ‘বিশ্বকাপের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়া সবার থেকে আলাদা। ওদের হারানো মোটেই সহজ কাজ নয়। সে জন্য দলের প্রত্যেককে সেরাটা উজাড় করে দিতে হবে।’
অস্ট্রেলিয়া ছাড়া গ্রুপ পর্বের অপর হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় মহিলা দল মুখোমুখি হবে পাকিস্তানের। ৬ অক্টোবরের সেই দ্বৈরথ নিয়ে দুই দেশে উত্তেজনার পারদ চড়ছে। মেগা ডুয়েল সম্পর্কে স্মৃতির বক্তব্য, ‘ভারত-পাকিস্তান লড়াই মানেই গনগনে উত্তাজনা। এই ম্যাচে সকলেই জিততে চায়। তাই প্রত্যাশার চাপ থাকে। তবে দলের সকলেই অভিজ্ঞ। স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে জানে। আশা করছি, সকলেই সেরাটা মেলে ধরবে।’ তারকা ওপেনার সেই সঙ্গে বলেন, ‘প্রতিযোগিতার প্রথম ম্যাচ সব থেকে গুরুত্বপূর্ণ হয়। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। এবার মাঠে নেমে সেরাটা মেলে ধরার পালা।’
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা