দেশ

বিজেপির সদস্য হলে তবেই মিলছে চিকিৎসা, অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তর রাজনৈতিক দল বলে প্রচারের ঢাক পেটায় বিজেপি। কিন্তু সেই বিজেপিরই শীর্ষ দু‌ই নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহর নিজের রাজ্য গুজরাতেই সদস্য সংগ্রহের ক্ষেত্রে উঠল অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, বিজেপির সদস্য করতে হাসপাতালের রোগীদেরও ব্যবহার করা হচ্ছে। 
এআইসিসি মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য শক্তিসিং গোহিল অভিযোগ করেছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে রোগীকে আগে বলা হচ্ছে, বিজেপির সদস্য হোন, তবেই পরিষেবা পাবেন। গুজরাতের মেহসানা জেলায় বিসনগর শহরে সিভিল হাসাপাতালের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ওখানে চিকিৎসার জন্য নাম লেখালে মোবাইল নম্বর, আধার নম্বর নেওয়া হচ্ছে। সেটা হাসপাতালের রেকর্ডের জন্য নেওয়া হতেই পারে। কিন্তু গুজরাত বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতার অভিযোগ, রোগীর মোবাইলে আসছে একটা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড)। বলা হচ্ছে ওই ওটিপি ব্যবহার করুন, নাহলে চিকিৎসা পরিষেবা মিলবে না। অনিচ্ছাতেও তাই সেটি ব্যবহার করতে সকলে বাধ্য হচ্ছেন। তারপরই মেসেজ মিলছে যে, আপনাকে বিজেপির প্রাথমিক সদস্য করা হল। ভাবুন, বিজেপির দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে। দলের সদস্য সংগ্রহের কাজেও স্রেফ সংখ্যা বাড়ানোর লক্ষ্যে যাকে পারছে, তাকেই তার অনিচ্ছা সত্ত্বেও মোবাইল নম্বর ব্যবহার করা হচ্ছে। বিষয়টি বাড়তে থাকলে থানায় অভিযোগ জানানো হবে। যদিও বিজেপি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। যে হাসপাতালের নামে অভিযোগ, সেই বিসনগর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পারুল প্যাটেল বিষয়টি অস্বীকার করেছেন। সম্প্রতি এমন একটি অভিযোগ এলেও সেটি হাসপাতালের কোনও কর্মী করেননি বলেই দাবি করেছেন তিনি। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা