দেশ

বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে: প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: দুর্নীতি, অন্যায় এবং মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিজেপিকে হটাতে হবে। বুধবার হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এদিন তিনি জুলানা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কুস্তিগীর ভিনেশ ফোগাটের হয়ে প্রচার সারেন। গত পাঁচ বছরে অগ্নিবীর নিয়োগ থেকে কৃষক অসন্তোষে সোচ্চার হয়েছে হরিয়ানা। এই বিষয়গুলিকে সামনে এনে হরিয়ানার দু’বারের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, ‘রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। আপনারা এসবের বিরুদ্ধে একবার রুখে দাঁড়িয়ে দেখুন, কী হয়।’ 
মঙ্গলবার হরিয়ানায় প্রচারে এসে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, কেন্দ্রের মোদি সরকার কেবল কয়েকজন শিল্পপতির হয়ে কাজ করেন। বুধবার প্রিয়াঙ্কাও একই অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকার কোনও কাজের সুযোগ সৃষ্টি করতে পারেনি। তারা কেবল দু’জন শিল্পপতির হয়ে কাজ করছে। দেশের সব জমি, বন্দর, শিল্প এঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ক্ষুদ্র শিল্প এবং কৃষিতে কোনও কর্মসংস্থান হচ্ছে না।’ কাজের সুযোগ সৃষ্টি না করাটাই বিজেপি সরকারের উদ্দেশ্য বলে এদিন অভিযোগ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘অগ্নিবীরদের কোনও অবসরভাতা নেই। চার বছর পর আবার তাঁদের চাকরি খুঁজতে হচ্ছে।’ প্রিয়াঙ্কা অভিযোগ, কর্মক্ষেত্রে এই অনিশ্চয়তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আপনাদের ১০ বছর ধরে কেবল বঞ্চিত করা হয়েছে। কৃষক, জওয়ান, কুস্তিগীর এবং মহিলারা অন্যায়ের শিকার।’ 
মোদি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তারা কৃষক বিরোধী। গা থেকে সেই তকমা ছাঁটতে সম্প্রতি ২৪টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বাড়িয়েছে সরকার। প্রিয়াঙ্কা বলেন, তালিকায় থাকা ১০টি ফসল তো হরিয়ানায় উৎপাদিতই হয় না। মোদি সরকার এভাবেই কৃষককে বোকা বানায়।
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা