দেশ

আত্মপ্রকাশ করল প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ’

পাটনা: পূর্ব ঘোষণা মতোই গান্ধী জয়ন্তীতে আত্মপ্রকাশ করল ভোটকৌশলী প্রশান্ত কিশোর (পিকে)-র রাজনৈতিক দল। নাম জন সুরজ। ২০২২ সালের গান্ধী জয়ন্তীতেই জন সুরজ যাত্রা শুরু করেছিলেন। তখন থেকেই রাজনৈতিক বিকল্প হয়ে ওঠার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন তিনি। আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনেই লড়াইয়ের কথা জানিয়েছেন পিকে। এদিন পাটনার ভেটেরিনারি কলেজ মাঠে জনসভার আয়োজন করেছিল জন সুরজ।  সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবেন্দ্র প্রসাদ যাদব, প্রাক্তন কূটনীতিবিদ তথা রাজনীতিবিদ পবন ভার্মা ও প্রাক্তন সাংসদ মোনাজির হাসান উপস্থিত ছিলেন। 
বিহারের রাজনীতিতে দাঁত ফোটানো সহজ কথা নয়। জাতপাতের সমীকরণের পাশাপাশি সেখানে রয়েছেন লালুপ্রসাদ যাদব ও নীতীশ কুমারের মতো হেভিওয়েট নেতারা। রয়েছে বিজেপিও। তাদের টেক্কা দিতে শিক্ষা, কর্মসংস্থানকেই হাতিয়ার করেছেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা পিকে। তার ভিত্তিতে পরিবর্তনের ডাক দিয়েছেন বিহারে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য একবন্ধনীতে এনে লালু, মোদি ও নীতীশকে নিশানা করেছেন পিকে। 
গত দু’বছর ধরে পিকের দল জানিয়েছে, সার্বিক উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিকদের রাজ্যের কাজে সুযোগের ব্যবস্থা হবে। এগুলিকে সামনে রেখেই বিহারের পরিবর্তনের ডাক দিয়েছেন একাধিক রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া প্রশান্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কাদের ভোটব্যাঙ্কে থাবা বসাবে জন সুরজ? প্রশান্ত কি বিহারের অরবিন্দ কেজরিওয়াল হয়ে উঠতে পারবেন? নাকি আরও পাঁচটা ছোট দলের মতোই বড় ছাতার তলায় আশ্রয় নেবে এই নয়া দল? উত্তরের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।  
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা