দেশ

যাত্রী না হলে বন্ধ হবে বন্দে ভারতের রুট, ভাবনায় মন্ত্রক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঢাকঢোল পিটিয়ে দেশের বিভিন্ন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। কিন্তু এবার এই উদ্বোধনের সঙ্গে কার্যত ‘শর্তসাপেক্ষে’ শব্দবন্ধটি জুড়তে মরিয়া হয়েছে রেলমন্ত্রক। কারণ রেল বোর্ডের কাছে খবর আসছে, ঘটা করে উদ্বোধন হলেও এমন বেশ কয়েকটি রুট রয়েছে, যেগুলিতে পর্যাপ্ত যাত্রীই হচ্ছে না। ফলে খরচ কুলিয়ে ওঠা যাচ্ছে না। সেই কারণে কোনও রুটে যদি পর্যাপ্ত যাত্রীই না হয়, তাহলে সেই রুটে বন্দে ভারত ট্রেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কথা চিন্তাভাবনা শুরু করেছে রেলমন্ত্রক। রেল বোর্ড সূত্রে জানা যাচ্ছে, এক্ষেত্রে শীঘ্রই কোপ পড়তে পারে তেলেঙ্গানা-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত ট্রেন রুটে। রেলের এহেন চিন্তাভাবনাকে কেন্দ্র করে উঠছে কিছু প্রশ্নও। উদ্বোধনের খরচও তো কিছুমাত্র কম নয়। তাহলে কেন নষ্ট করা হবে কোটি কোটি টাকা? সংশ্লিষ্ট রুটগুলিতে যে পর্যাপ্ত যাত্রী হবে কি না, তা নিয়ে আগে কেন সমীক্ষা হয়নি? উঠছে প্রশ্ন। দেশজুড়ে বন্দে ভারত ট্রেন চালানোর চমক দিতে গিয়েই কি বাস্তব পরিস্থিতি খতিয়েই দেখেনি কেন্দ্র? সামগ্রিক বিষয়টি নিয়ে সরকারিভাবে রেলমন্ত্রকের শীর্ষ কর্তারা কোনও মন্তব্য করেনি। তবে রেল সূত্রের খবর, তেলেঙ্গানা-সেকেন্দ্রাবাদ রুটের বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী দীর্ঘদিন ধরেই হচ্ছে না। প্রায় দেড় হাজার আসনের ট্রেনে ১ হাজার ২০০টি মতো সিটই খালি থাকছে প্রায় নিয়মিতভাবে। ফলে ওই রুটে বন্দে ভারত ট্রেন চালানো রেলের পক্ষে বিশেষ ‘লাভজনক’ হচ্ছে না। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা