দেশ

কথাবার্তা রেকর্ড করার শর্ত ছিল বলে মোদির ফোন ধরিনি: ভিনেশ ফোগাট

নয়াদিল্লি: দেশের ক্রীড়াবিদদের যোগ্য মর্যাদা দেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই অভিযোগ করলেন দেশের ওলিম্পিয়ান কুস্তিগীর ভিনেশ ফোগাট। কুস্তি থেকে অবসর নিয়ে হরিয়ানার বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ‘দঙ্গলে’ নেমেছেন তিনি। কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন জুলানা আসনে। সদ্যসমাপ্ত প্যারিস ওলিম্পিক্সে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ছিটকে গিয়েছিলেন সোনার পদকের লড়াই থেকে। সেই ঘটনার পর প্রধানমন্ত্রীর তরফ থেকে ফোন এসেছিল ভিনেশের কাছে। কিন্তু কথাবার্তা রেকর্ডের শর্ত থাকায় তিনি তা ধরেননি। ভোটে প্রচারের ফাঁকে এক সাক্ষাৎকারে ভিনেশ এমনই দাবি করেছেন।  
ভিনেশের দাবি,‘পদকপ্রাপ্তির দৌড়ে বাতিল হওয়ার পর একটি ফোন এসেছিল। সেখানে আমাকে জানানো হয়, প্রধানমন্ত্রী কথা বলতে চান। তবে শর্ত দেওয়া হয়, আমার বক্তব্য রেকর্ড করা হবে। কিন্তু কথাবার্তা চলাকালীন আমার দলের অন্য কেউ সেখানে উপস্থিত থাকবেন না।’ ভিনেশের কথায়, ‘ডিসকোয়ালিফাই হওয়ার পর আমার আবেগ, চেষ্টা নিয়ে সঙ্কীর্ণ রাজনীতি হোক বা তা সোশ্যাল মিডিয়ায় মজার খোরাকে পরিণত হোক, এমনটা চাইনি। তাই প্রধানমন্ত্রী মোদির ফোন ধরিনি।’ ভিনেশের অভিযোগ, যদি মোদি সত্যিই ক্রীড়াবিদদের নিয়ে যত্নবান হতেন, তবে রেকর্ডের শর্ত না দিয়েই ফোন করতে পারতেন। তাতে তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকতেন বলেও জানান ভিনেশ। কিন্তু ক্রীড়াবিদদের থেকে যাতে সত্যিটা বেরিয়ে না পড়ে, তার জন্যই হয়তো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কল রেকর্ডের শর্ত আরোপ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ভিনেশ। কংগ্রেস প্রার্থীর আরও দাবি, আমার সঙ্গে কথা হলে গত দু’বছর ধরে চলা অত্যাচারের কথা তুলে ধরতাম। সেইসব এড়াতেই হয়তো ওই শর্ত দেওয়া হয়েছিল। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা