কলকাতা

ধর্মতলায় এলইডি স্ক্রিন,  রঙিন স্পট লাইট,  ডাক্তারদের মঞ্চ যেন ‘রক কনসার্ট’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলা সাড়ে তিনটে নাগাদ নিউ মার্কেটে পুজোর বাজারে গিজগিজ করছে মানুষ। আর দূর থেকে ভেসে আসছে অরিজিত্ সিংয়ের গান ‘আর কবে?’ মাঝে মধ্যে ড্রামসের তাল। হচ্ছেটা কী? রানি রাসমণি অ্যাভিনিউ চত্বরে দেখা গেল, বসে গিয়েছে তিনটি বিশালাকার এলইডি স্ক্রিন। মঞ্চে ঝুলছে অত্যাধুনিক সাউন্ড বক্স। আর দু’পাশে রঙিন স্পটলাইট। সাইকেডেলিক আলো ভেবে নিলেও খুব ভুল হবে না। পাশ দিয়ে যেতে যেতে এক ভদ্রলোকের বিহ্বল দৃষ্টিতে প্রশ্ন, ‘এখানে কি গানবাজনা হবে? কে আসছেন দাদা? রক গান হবে নাকি?’
আসবেন ডাক্তাররা। আসবে নাগরিক সমাজ। এই আয়োজন তারই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে মহামিছিল কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় এসে পৌঁছল বিকেল চারটের পর। সভামঞ্চ থেকে উড়ল ড্রোন ক্যামেরা। তখনও ওই এলইডি স্ক্রিনে স্লোগান ভেসে উঠছে। আর মঞ্চের সামনে অভিনেত্রী সোহিনী সরকার। জুনিয়র ডাক্তারদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও। মঞ্চ থেকে গিটার বাজিয়ে চলল গান, কবিতা। আর ডাক্তার নেতাদের রক্ত গরম করা বক্তব্য। সেই গরমের ছ্যাঁকায় বাজার করে বাড়ি ফেরার পথে কেউ কেউ দাঁড়িয়েও পড়লেন। কিন্তু স্ত্রীয়ের ধাক্কা, ‘কী হল? আর কতক্ষণ দাঁড়াবে? বাস চলছে না। তাড়াতাড়ি চলো।’ আন্দোলনকারীরা বলছেন, এটা দেবীপক্ষ নয়। ‘দেবীর পক্ষ’ নিয়েছেন তাঁরা। এক্ষেত্রেও ওই বাজার ফেরত ভদ্রলোক দেবীর পক্ষ নিয়ে চললেন বাড়ির পথে। শপিং সেরে কেউ কেউ যেমন সভায় ‘ঢুঁ মেরে’ গেলেন। তেমনই মিছিল ফেরত অনেকে ঢুকে পড়লেন নিউ মার্কেটে। পুজোর মার্কেটিংটা তো সারতে হবে। স্লোগান দেওয়া ভাঙা গলায় চলল দরদাম। কীভাবে বোঝা গেল তাঁরা মিছিল ফেরত? ‘জাস্টিস’ লেখা ব্যাজ বুকে ঝুলছে যে!
ডাক্তার শুধু কলকাতার মেডিক্যাল কলেজগুলো থেকে আসেননি। প্রায় সারা বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকেই জুনিয়র চিকিত্সকরা এসেছিলেন। সেকথাই বলছিলেন এক গাড়ির ড্রাইভার। তিনি এসেছেন বাঁকুড়া থেকে। বলছিলেন, ‘ডাক্তারদের নিয়ে এলাম। ওঁরাই আমাকে সব খাওয়া-দাওয়ার টাকা দিয়েছে। আমার বেতন ৬০০ টাকা দিয়ে দিয়েছে। আমি আর এখানে থেকে কী করব? তাই একটু বাজার করলাম। আমরা গরিব মানুষ, কলকাতায় আসা হয় না। সেই এলাম যখন কেনাকাটা সেরেই নিলাম।’ সেই ‘রক কনসার্ট’-এর মতো দেখতে মঞ্চ থেকে ডাক্তারবাবুরা তখন হুঁশিয়ারি দিচ্ছেন, বিচার চাইতে দিল্লিও যেতে পারেন তাঁরা। আর থেকে থেকেই স্লোগান, ‘উত্সব না বিপ্লব?’ উত্তর আসছিল, ‘বিপ্লব’! সন্ধ্যা সাতটা পর্যন্ত ‘সময়সীমা’ পেরনোর পরও অবস্থানে ছিলেন ডাক্তাররা। পুলিস এসে অনুরোধ করার পর অবশ্য ধর্মতলা চত্বর খালি করে দেন তাঁরা। আম জনতা কিন্তু বুকে ‘জাস্টিস’ ব্যাজ আর মাথায় ‘জাস্টিস’ ফেট্টি বেঁধেই বাজারের পথে হাঁটলেন। হকাররা বলছেন, ‘ওঁরা যদি এমনভাবে বাজারহাট করে, তাই করুক। আমাদেরও পেট ভরে। ওঁদের এমন বিপ্লবে।’
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা