কলকাতা

জলের লাইন ফেটে বিপত্তি বউবাজারের ৫ অঞ্চলে, ৩৬ ঘণ্টায় স্বাভাবিক পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে প্রায় দেড়দিন জলশূন্য থাকল বউবাজারের একাধিক অঞ্চল। ভূগর্ভস্থ জলের পাইপলাইন ফেটে যাওয়ায় ভোগান্তিতে পড়লেন বাসিন্দারা। যদিও জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে কলকাতা পুরসভা। তাছাড়া ৩৬ ঘণ্টার মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে পাইপলাইন মেরামত করে বুধবার সকাল থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই সরু ফিতের মতো জল পড়ছিল বউবাজারের একাধিক এলাকায়। তারপরেই আচমকা পুরোপুরি জল বন্ধ হয়ে যায়। শশীভূষণ দে স্ট্রিট, বাবুরাম শীল লেন, হিদারাম ব্যানার্জি লেন, রামকানাই অধিকারী লেন ও মদন দত্ত লেনের বিস্তৃর্ণ এলাকায় জলশূন্য হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দা। ওই অঞ্চলে হিদারাম ব্যানার্জি লেন এবং শশীভূষণ দে স্ট্রিটের সংযোগস্থলে রাস্তায় রয়েছে বড় জলের লাইন। সেখানেই শুরু হয় খোঁড়াখুঁড়ি। দেখা যায় ফাটল ধরেছে জলের পাইপলাইনে। তারপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। অবশেষে ৩৬ ঘণ্টার মধ্যে পাইপলাইন মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করা হয়। স্থানীয় বাসিন্দা রমা গোস্বামী বলেন, সকালের দিকে খানিকটা জল পেয়েছিলাম। সোমবার বেলার দিক থেকে পুরোপুরি জল বন্ধ হয়ে যায়। স্থানীয় ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে বলেন, দ্রুত পাইপলাইনে মেরামত শেষ না করতে পারলে আরও ভোগান্তি বাড়ত। কারণ, ইতিমধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রায় শুরুর দিকে। পুজোর সময় এলাকায় জল সরবরাহ ঠিকঠাক না থাকলে খুব সঙ্কটে পড়তাম।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা