কলকাতা

মহালয়াতেই উদ্বোধন কল্যাণীর দুই মণ্ডপের, উপচে পড়ল ভিড়

সংবাদদাতা, কল্যাণী: বুধবার ছিল মহালয়া। দেবীপক্ষের সূচনা। সাধারণত এরপরেও পুজো শুরু হতে দিনকয়েক বাকি থাকে। কিন্তু এবার মহালয়ার দিনেই কলকাতার পাশাপাশি কল্যাণীতেও উদ্বোধন হল দু’টি বড় পুজোর। একটি রথতলা সার্বজনীন এবং অপরটি আইটিআই মোড় লুমিনাস ক্লাব। বাকি শহরের আরেক বড় পুজো এ-৯ স্কোয়ার পার্ক। ওই পুজোর উদ্বোধন হবে শুক্রবার। তবে এদিন উদ্বোধনের পর থেকেই মানুষের ঢল নামতে শুরু করে দিয়েছে ওই দুই মণ্ডপের পাশাপাশি কল্যাণী শহরের রাস্তায়। ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ঠাকুর দেখে নিতে চাইছেন। এদিন মুখ্যমন্ত্রী নদীয়ার ১৫টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করার সময়েও বলেন, কল্যাণীতে ভিড়টা একটু বেশিই হয়। ওখানটা একটু দেখে রাখবেন।
উদ্বোধন হওয়া দু’টি ছাড়া শহরের ছোট-বড় বাকি পুজো মণ্ডপগুলির এখনও দর্শকদের জন্য খোলা হয়নি। তবে শহরে পুজোর ভিড় ছড়িয়ে পড়েছে সর্বত্রই। প্রত্যেক বছর গ্রাম, শহরতলি থেকে কলকাতার বিগ বাজেটের পুজো দেখতে যাওয়ার উৎসাহ থাকে মানুষের মধ্যে। কিন্তু গত কয়েক বছর ধরে চিত্রটা পাল্টেছে। কলকাতার লোকেরাই উল্টে মণ্ডপ ও প্রতিমা দেখতে কল্যাণীমুখী হচ্ছেন। গত বছর পুজোয় কল্যাণীতে কয়েক লক্ষ মানুষের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিসকে। এই বছরেও সেই আতঙ্কই তাড়া করছে তাদের। অন্যদিকে, নিরিবিলি শহর কল্যাণীর অনেক বাসিন্দাই আবার অতিরিক্ত এই ভিড় নিয়ে অতিষ্ট। শহরের এক বাসিন্দা অরুণ অধিকারী বলেন, পুজোয় আনন্দ সবার ভালো লাগে। কিন্তু বাইরের মানুষ এসে শহরটা নোংরা করে চলে যাবে, সেটা মানা যায় না। পুজোয় লক্ষ লক্ষ মানুষ আসেন। কিন্তু পুজো কমিটিগুলো সেই সব দর্শকদের জন্য পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা না করায় বহু মানুষ যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করে পরিবেশ নষ্ট করছেন। তবে এই বিষয় শহরের বড় পুজোর উদ্যোক্তারা সকলেই একযোগে জানান, তাঁরা সাধারণ মানুষের জন্য অন্যান্য বছরের মতো বাথরুম ও পানীয় জলের ব্যবস্থা রাখছেন।
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাপড়ের ব্যবসায় অগ্রগতি। পেশাদার শিল্পীদের পক্ষে দিনটি শুভ। উচ্চ/উচ্চতর শিক্ষায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৯৯ টাকা৮৪.৭৩ টাকা
পাউন্ড১১০.৩৮ টাকা১১০.৩৮ টাকা
ইউরো৯১.৮১ টাকা৯৫.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
2nd     October,   2024
দিন পঞ্জিকা